|
|
|
|
ভোটের আগেই চন্দ্রকোনা থেকে ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দুই তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ।
দিন কয়েক আগে চন্দ্রকোনা থানার তাতারপুরে ধারালো অস্ত্র দিয়ে দুই তৃণমূলকর্মীকে আঘাত ও মারধরের ঘটনায় নাম জড়িয়েছিল সিপিএমের চন্দ্রকোনা-১ জোনাল কমিটির সদস্য বিদ্যুৎ রায়ের। বুধবার চন্দ্রকোনা থানার কালিকাপুর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে ঘাটাল আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।
সিপিএমের অবশ্য অভিযোগ, যে ঘটনার জেরে বিদ্যুৎবাবুকে ধরা হয়েছে, সেটি তৃণমূলেরই কোন্দলের জেরে ঘটেছিল। ভোটের আগে তৃণমূল ইচ্ছা করে সিপিএমের জোনাল কমিটির সম্পাদক সুনীল চক্রবর্তী-সহ একাধিক নেতার নামে মামলা করেছিল। পুলিশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বাম নেতাদের গ্রেফতার করছে। যাতে ভোটের সময় ওই নেতারা এলাকায় প্রচার করতে না পারেন এবং প্রার্থীদের পাশে দাঁড়াতে না পারেন। সিপিএমের জেলা কমিটির সদস্য গুরুপদ দত্ত বলেন, “চন্দ্রকোনা থানা এলাকায় প্রতিদিনই আমাদের সমর্থকদের মারধর করছে, হুমকি দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমরা অভিযোগ জানিয়েছি। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা মানবাধিকার কমিশনকে বিষয়টি জানাব। নিবার্চন কমিশনকে জানিয়েছি।” ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী বলেন, “পুলিশ দায়িত্ব পালন করছে। তা সত্ত্বেও লোকে যদি অভিযোগ করে, কী-ই বা করার আছে।” |
|
|
|
|
|