নেড়ি কুকুরের ভয়ে তটস্থ লুংলে-বাসী
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কুকুরের ‘দৌরাত্ম্যে’ তটস্থ মিজোরামের লুংলে এলাকার বাসিন্দারা। রাস্তায় কাউকে দেখলেই কামড়াতে ছুটছে ওই সারমেয়-কুল। পরিস্থিতি এতটাই জটিল যে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে জলাতঙ্কের টিকা সরবরাহের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, নাগরিক এবং গ্রাম সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি এ নিয়ে বৈঠক করেন জেলাশাসক ভি সাপচুংগা। সেখানে ঠিক হয়েছে, পোষা কুকরকে ঘরে আটকে রাখতে এলাকার বাসিন্দাদের নির্দেশ দেওয়া হবে। সরকারি হিসেব অনুযায়ী, ২০১০ সালে ওই এলাকায় ১৩৯ জন, ২০১১-তে ২৩৫ জন এবং ২০১২ সালে ২৫০ জন কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এ বছরের প্রথম চার মাসেই ওই সংখ্যা পৌঁছেছে ১০২-তে। জলাতঙ্কের টিকা নিতেও প্রতিদিন অনেকে লুংলে অসামরিক হাসপাতালে যাচ্ছেন। মানুষের উপর রাস্তার কুকুর কেন বারবার হামলা করছেতা বুঝতে পারছেন না কেউ-ই।
|
ভাই-বোনকে ছোবল সাপের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বৃষ্টি-বাদলার রাতে খাটে উঠে সাপ ছোবল মারল ভাই-বোনকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের চটাপদ্মপুর গ্রামে। সাপের ছোবলে ভাই সৌম্য ভুঁইয়া (১২) মারা গেলেও দিদি সাথী নার্সিহোমে চিকিৎসাধীন। সৌম্য পাশের চন্দনপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সাথী ওই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।
|
ইঁদুরের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত ঢাকুরিয়া সেতুর বসে যাওয়া অংশের কাজ শুরু হল বুধবার। সেতুর উপরে ফুটপাথের একটি অংশ বসে যাওয়ায় ফাটল ধরেছিল। আপাতত সেই অংশটিই সারানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। মেয়র পারিষদ (রাস্তা) সুশান্ত ঘোষ বলেন, “সম্প্রতি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ কেএমডিএ, কেআইটি ও পুরসভার পদস্থ অফিসারেরা ওই সেতুর দশা দেখে এসেছেন। নির্মাণ কাজে বিশেষজ্ঞ রাইটস্ সংস্থাকে সেতুটির হাল নিয়ে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে।” সুশান্তবাবু জানান, ইঁদুরের উৎপাতে সেতুর নীচের মাটি সরে গিয়েই এই বিপত্তি। সাময়িক ভাবে ফুটপাথের ওই ফাটল মেরামত করার কাজ চললেও সেতুটির পুরো কাজ শুরু হবে রাইটসের রিপোর্ট পাওয়ার পরে।
পুরনো খবর: ইঁদুরের হানায় বিপন্ন ঢাকুরিয়া উড়ালপুল
|
দু’দিন ধরে খানাকুলের ঢলডাঙ্গা এবং সংলগ্ন সুন্দরপুর, হানুয়া ও মাড়োখানায় একটি বেড়ালের আঁচড়-কামড়ে ১৫ জন মহিলা জখম হয়েছেন। বুধবার সকালে গ্রামবাসীরা বেড়ালটিকে পিটিয়ে মারেন। আহতদের নতিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিষেধক দেওয়া হয়। |