টুকরো খবর
নথিপত্র লোপাট, অভিযোগ হুগলিতে
গুরুত্বপূর্ণ নথিপত্র লোপাট এবং নষ্ট করার অভিযোগ উঠল সিপিএম পরিচালিত হুগলি জেলা পরিষদের বিরুদ্ধে। জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন অতিরিক্ত জেলাশাসকের (জেলা পরিষদ) কাছে। অভিযোগ, চুঁচুড়ায় জেলা পরিষদের নতুন ভবনের একতলায় সাইকেল গ্যারাজের পাশে স্তুপাকার করে দরকারি ফাইলপত্র অযত্নে ফেলে রাখা হয়েছে। গ্যারাজের ফাইবারের ছাউনি ভাঙা থাকায় বর্ষায় জল পড়ে বহু কাগজ নষ্ট হয়ে গিয়েছে। তপনবাবুর অভিযোগ, “পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পনা করেই এমনটা করা হয়েছে, যাতে সিপিএমের কুকীর্তির প্রমাণ লোপাট হয়। জেলা পরিষদের কিছু সদস্যের সঙ্গে বেশ কিছু আমলাও এতে জড়িত বলে মনে হচ্ছে।” অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি প্রদীপ সাহা। তিনি বলেন, “সরকারি নথিপত্র লোপাট হওয়ার কোনও উপায় নেই। দফতরের আধিকারিকেরা যাবতীয় ফাইল এবং নথি নিজেদের দায়িত্বেই রাখেন।”

রায় স্থগিত ডানলপ গুটিয়ে নেওয়া নিয়ে
জট কাটল না ডানলপের সম্পত্তি বিক্রি নিয়ে। টায়ার প্রস্তুতকারক সংস্থাটির সম্পত্তি বিক্রি করে সেটি গুটিয়ে নিতে কলকাতা হাইকোর্টের রায়ের উপর বুধবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ২ মে এই রায় দেয় হাইকোর্ট। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আর্জি জানান ডানলপ কর্তৃপক্ষ। এ দিন স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি, ৩০ জুলাই ফের শুনানির দিন ধার্য করেছে শীর্ষ আদালতের বিচারপতি জ্ঞানসুধা মিশ্র, বিচারপতি মদন বি লোকুরের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। বুধবার সকালে আরামবাগের বসন্তবাটী গ্রামের মাঠে স্থানীয় যুবক গাড়ি চালানো শেখার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে গীতারানি দলুই (৬৩) নামে ওই বৃ্দ্ধাকে চাপা দেয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলেই মারা যান ওই এলাকারই বাসিন্দা গীতারানিদেবী। গাড়িটি আটক করেছে পুলিশ। যুবক পলাতক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.