নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
“একটু জল পাই কোথায় বলতে পারেন?” নাহ্! ‘অবাক জলপানে’র অভিনয় নয়, ফুলেশ্বর স্টেশনের কান পাতলেই শোনা যাবে এই কথা।
ভিড়ে ঠাসা মেদিনীপুর লোকাল এসে থামল ফুলেশ্বরে। শিশুকন্যাকে কোলে নিয়ে এক মহিলা দৌড়ে গেলেন স্টেশনের একপাশের জলের কলের দিকে। কিন্তু জল নেই! খালি বোতল নিয়েই ট্রেনে ফিরে গেলেন তিনি।
হাওড়া-খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে জল অমিল। বেশ কিছু দিন ধরে চলছে এই সমস্যা। ওই স্টেশন এলাকার বাসিন্দা তন্ময় মান্না, সুদীপ গায়েনেরা বলেন, “গত ২০ দিন ধরে ফুলেশ্বর স্টেশনে জল নেই। আমরা স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছি।” ‘জল চাই’-এই দাবিতে স্টেশন চত্বরে পোস্টারও পড়েছে। জল না থাকায় ট্রেন ধরতে আসা বাসিন্দাদের সঙ্গে সমস্যায় পড়ছেন ট্রেন থামার পর যাঁরা নামছেন তাঁরাও। |
স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের এক হকার জানান, স্টেশন চত্বরে জল না থাকায় তাঁদের দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে। যাত্রীরাও তাঁদের কাছ থেকে পানীয় জল চাইছেন। সেটা সব সময় দিতে না পারায় বাঁধছে বচসা।
ফুলেশ্বর স্টেশনের স্টেশন মাস্টার এস কে বালা বলেন, “গত ২২ মে থেকে স্টেশনের পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে যায়। তাই আমরা পানীয় জল সরবরাহ করতে পারছি না। শুধু যাত্রীরাই নয়, এরফলে রেলকর্মীরাও সমস্যায় পড়েছেন। শৌচাগারও নোংরা হয়ে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।” |