|
|
|
|
গুমলায় ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে খুন তিন মহিলাকে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ডাইনি অপবাদে দুই মহিলাকে পিটিয়ে খুন করল তাঁদের পড়শি মহিলারাই। অন্য একটি ঘটনায় একই অপবাদে আত্মীয়দের মারধরেই মৃত্যু হল এক প্রৌঢ়ার। আজ গুমলার ভরনো এবং বেলাগাঁও এলাকায় এমনভাবেই গ্রামবাসীদের কুসংস্কারের শিকার হলেন তিন মহিলা।
ওই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য মহিলা কমিশন। চেয়ারপার্সন হেমলতা মোহন বলেন, “বহু চেষ্টা স্বত্ত্বেও এখনও ডাইনির অন্ধবিশ্বাস মুছে ফেলা যায়নি। কমিশন ওই মহিলাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।”
পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ভরনোতে গণপিটুনিতে মৃত্যু হয় ইগনিশিয়া ইন্দওয়ার (৪৮) ও সিসিলিয়া ইন্দওয়ার (৭২) নামে দুই মহিলার। ঘটনায় জড়িত অভিযোগে নিহতদের গ্রামের ১৯ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরে ওই মহিলারা নিজেরাই দু’জনকে পিটিয়ে মেরে ফেলার কথা স্বীকার করে। বেলাগাঁওতে ডাইনি অপবাদে যমুনা দেবী (৫০) নামে এক মহিলাকে খুন করেন তাঁর আত্মীয়রাই।
জেলার পুলিশ সুপার রাকেশ বনশল জানান, কয়েক দিন ধরে ইগনিশিয়াদের গ্রামে অজানা রোগের প্রকোপ ছড়িয়েছিল। অসুস্থদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। রোগের কারণ খুঁজতে ওই গ্রামে সালিশি সভা বসে। সেখানেই দুই মহিলাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। আজ সকালে ইগনিশিয়া, সিসিলিয়ার বাড়িতে চড়াও হয় এলাকার মহিলারা। ঘর থেকে বের করে এনে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ওই পুলিশকর্তা জানিয়েছেন, বেলাগাঁওয়ের ঘটনায় নিহত মহিলার এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে।
গ্রামের মানুষকে কুসংস্কার-মুক্ত করতে রাজ্যে একাধিক প্রকল্প চালু রয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। পরিস্থিতি যে তাতেও বিশেষ বদলায়নি, ফের তারই প্রমাণ মিলল। |
|
|
|
|
|