গোবলয়ে মোদী হিন্দুত্বেরই মুখ
রেন্দ্র মোদীর বুলি এখন উন্নয়ন। লক্ষ্য, ‘হিন্দু হৃদয়সম্রাট’ থেকে ‘বিকাশ পুরুষ’ হয়ে ওঠা। সঙ্ঘ-বিজেপি কিন্তু ভরসা রাখছে হিন্দুত্বেও। কারণ সঙ্ঘ নেতৃত্ব মনে করেন, মোদী নিজে হিন্দুত্বের কথা না বললেও গোবলয়ে তাঁর উপস্থিতিই হিন্দু আবেগকে জাগানোর পক্ষে যথেষ্ট। তাই মোদীকে সামনে রেখে গোবলয়ের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে আসন বাড়াতে ফের তুলতে হবে হিন্দুত্বের হাওয়া। জাগাতে হবে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রত্যাশা। ফলে উন্নয়ন আর হিন্দুত্ব জোড়া কৌশলেই উত্তরপ্রদেশে বাজি মাত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ল বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলি।
দল উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছে মোদীর ঘনিষ্ঠ নেতা অমিত শাহকে। আজ আনুষ্ঠানিক ভাবে সেখানে কাজ শুরু করলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-ও নেমে পড়েছে ফের রামমন্দির নির্মাণের আন্দোলন শুরুর প্রস্তুতিতে। সঙ্ঘ সূত্রের খবর, হরিদ্বারে কাল পরিষদের এক বৈঠক হয় এ নিয়ে। মহাকুম্ভের সম্মেলনেই ভিএইচপি এ ধরনের আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিল। গত কালের বৈঠকে স্থির হয়েছে, লোকসভা ভোটের আগেই ফের শুরু করা হবে মন্দির আন্দোলন। যোগগুরু রামদেব ছিলেন ওই বৈঠকে। ভিএইচপি-র অধিকাংশ সন্তের মতো রামদেবও প্রকাশ্যে মোদীকে সমর্থন করেছেন। মোদীর পক্ষে একটি যাত্রা শুরু করার কথাও বলেন তিনি। কিছু দিন আগে মোদীও হরিদ্বারে রামদেবের আশ্রমে ঘুরে এসেছেন। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে তেমন আগ্রহ দেখাননি বলে গোবলয়ে অনেকের ক্ষোভ রয়েছে। মোদীকে সামনে রেখে তাঁদের আস্থা অর্জন করতে চায় সঙ্ঘ। তবে তাঁরা হিন্দুত্বের হাওয়া তুললেও মোদী প্রকাশ্যে সে কথা বলবেন না। কারণ বিজেপি-র অন্দরে কলহের ক্ষত এখনও মেটেনি। মোদীর প্রতি আডবাণীর মনোভাবেরও পরিবর্তন হয়নি। তবে সঙ্ঘের চিত্রনাট্য মেনেই উত্তরপ্রদেশের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মোদীর ঘনিষ্ঠ অমিত শাহের হাতে। তিনি আজ লখনউ পৌঁছেই দলের সমস্ত শীর্ষ পদাধিকারীর সঙ্গে বৈঠক করেন। দেখা করেন কল্যাণ সিংহের সঙ্গেও। রামমন্দির আন্দোলনের সময় যাঁর যথেষ্ট অবদান ছিল।
বিজেপি-র এক শীর্ষ নেতার মতে, উত্তরপ্রদেশে মায়াবতীর বিরুদ্ধে মানুষের এমনিই ক্ষোভ রয়েছে। আবার অখিলেশের মতো নতুন মুখকে সামনে রেখে মুলায়ম যে বাজি খেলতে চেয়েছিলেন, তা-ও ঠিক কাজ করছে না। মুলায়মের সংখ্যালঘু তোষণেরও বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এই অবস্থায় হিন্দুত্ব ও উন্নয়নের প্যাকেজ দিয়েই উত্তরপ্রদেশে যথাসম্ভব বেশি আসন বার করে আনতে চায় বিজেপি। লোকসভা ভোট আসতে আসতে পরিবেশ অনুকূল হয়ে উঠলে মোদী নিজেও এই রাজ্যের কোনও আসন থেকে লড়তে পারেন। তার জন্য জমি তৈরির কাজও আজ শুরু করে দিলেন করলেন অমিত শাহ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.