|
|
|
|
অপহৃত গারো জঙ্গি সংগঠনের নেতা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অপহরণের একগুচ্ছ অভিযোগ ওই সংগঠনটির বিরুদ্ধে। গারো জঙ্গিদের সেই গোষ্ঠীর নেতাই এ বার ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি। জঙ্গিগোষ্ঠীর অভিযোগ, তাদের নেতার অপহরণে হাত রয়েছে পুলিশেরই। প্রশাসন অস্বীকার করেছে।
এএনভিসি (বিক্ষুব্ধ) গোষ্ঠী জানিয়েছে, সপ্তাহখানেক আগে থেকে আচমকাই তাদের চেয়ারম্যান রিম্পু এন মারাকের কোনও খোঁজ মিলছে না। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে। তিনিও কাউকে ফোন করছেন না। জঙ্গি সংগঠনটির বক্তব্য, তুরার একটি সরকারি হাসপাতালে ৩০ মে সদলবলে গিয়ে রক্তদান করেছিলেন রিম্পু। তার কয়েকদিন পরই এই কাণ্ড।
এ নিয়ে জঙ্গিদের সন্দেহের তির পুলিশের দিকেই। এএনভিসি (বিক্ষুব্ধ) গোষ্ঠীর প্রচার সচিব ডোয়াং সিরার বক্তব্য, ৫ জুন রিম্পু নিখোঁজ হন। ওই দিনই পুলিশের বিশেষ কম্যান্ডো বাহিনী পশ্চিম গারো হিল জেলার বাবুপাড়ায় হানা দিয়েছিল। রিম্পু তখন ছিলেন সেখানেই।
ডোয়াং দাবি জানিয়েছেন, রিম্পু কোথায় রয়েছে তা নিয়ে পুলিশ-প্রশাসন সঠিক তথ্য না-জানালে যুদ্ধবিরতির প্রস্তাব সরিয়ে তাঁরা ফের নাশকতার রাস্তাতেই এগবেন। জেলা পুলিশ জঙ্গিনেতাকে অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, সম্প্রতি তুরার কাছে একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার করা হয়। গাড়িতে একটি আগ্নেয়াস্ত্রও ছিল।
এএনভিসি (বিক্ষুব্ধ) গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাকরিক ওয়ারেং এ সাংমা বলেন, “পুলিশের উদ্ধার করা গাড়িটিই রিম্পু ব্যবহার করতেন। ‘পরিত্যক্ত গাড়ি উদ্ধার’-এর গল্প সাজিয়েছে পুলিশ।”
দলনেতার অপহরণে দিশাহারা এএনভিসি (বিক্ষুব্ধ) গোষ্ঠীর জঙ্গিরা। সব জায়গায় রিম্পুর খোঁজ করছে তারা। জঙ্গিদের সন্দেহ, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে অন্য জঙ্গি সংগঠনও রিম্পুকে ‘গায়েব’ করে দিতে পারে। |
|
|
|
|
|