এনডিএ ছাড়ার হুমকি জেডিইউ-এর |
এনডিএ ছাড়ার হুমকি দিল জেডিইউ। গতকালই জরুরি বৈঠকে বসে জেডিইউ-এর শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে নীতীশ কুমার দলকে ভোটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আডবাণী দলে থাকলে তবেই এনডিএ জোটে থাকবে জেডিইউ, এমনই হুঁশিয়ারি দিয়েছেন দলের আর এক শীর্য নেতা জয়নারায়ণ নিশাদ। বিজেডি প্রধান নবীন পট্টনায়কও কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে চলেছেন। একেই আডবাণী-ইস্যুতে দ্বিধা বিভক্ত এনডিএ। তার উপর তৃণমূল ‘সুপ্রিমো’ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ফ্রন্টের ডাক, সব মিলিয়ে জোড়া অস্বস্থিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেডিইউয়ের সাধারণ সম্পাদক কে সি ত্যাগি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ফ্রন্টের ডাক সময়োচিত এবং জেডিইউ ওই দাবিকে সমর্থন জানায়।
|
খাল থেকে উদ্ধার শিশু কন্যার দেহ |
হাওড়ার আন্দুলের খাল থেকে উদ্ধার হল এক শিশু কন্যার দেহ। উদ্ধার হওয়া দেহটি শানা পরভিনের। সোমবার থেকেই নিখোঁজ ছিল শানা। সোমবার রাতেই শিবপুর থানায় নিখোঁজের অভিযোগ জানানো হয় শিশুটির পরিবারের তরফ থেকে। গতকাল সারাদিন এলাকাজুড়ে শিশুটির খোঁজে তল্লাসি চালায় পুলিশ। আজ সকালে একটি খাল থেকে উদ্ধার হয় শানার দেহ। পুলিশ সূত্রের খবর, দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও শিশুটির একটি হাতে দড়ি বাঁধা ছিল। তাই এটি নিছক দুর্ঘটনা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
মেরঠে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত ৮ |
উত্তরপ্রদেশের মেরঠে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হলেন পুলিশের এক আধিকারিক এবং দু’জন কনস্টেবল-সহ আট জন। গতকাল রাতে বিস্ফোরণ ঘটে সদর বাজার এলাকার একটি বাড়িতে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষের চেষ্টায় আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে পুলিশ আধিকারিক সুখদেব প্রতাপের অবস্থা আশঙ্কাজনক। |