দক্ষিণ দিনাজপুরে ত্রিস্তরে বাম ঐক্য করে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করা হল। জেলা বামফ্রন্টের আহ্বায়ক মানবেশ চৌধুরী জানান, জেলার গ্রাম পঞ্চায়েতের ১০০২টি আসনের মধ্যে সিপিএম ৬০৬টি, আরএসপি ৩৭১টি, সিপিআই ২০টি এবং ফরওয়ার্ড ব্লক ৫টি আসনে প্রার্থী দিয়ে ফ্রন্টগত ভাবে লড়বে। পঞ্চায়েত সমিতির ১৯০ আসনের মধ্যে সিপিএম ১১৭, আরএসপি ৭২ এবং সিপিআই ১টি আসনে লড়ছে। জেলা পরিষদের ১৭টি আসনের মধ্যে সিপিএম ১২টি এবং ৫টি আসনে আরএসপি লড়বে।
|
আজ, মঙ্গলবার বামফ্রন্ট জেলা পরিষদের আসনে মনোনয়নপত্র পেশ করবে। সোমবার তৃণমূলের তরফে জেলা পরিষদের ১৭ আসনের মধ্যে ১২টিতে মনোনয়ন পত্র পেশ করা হয়েছে। দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র এ দিন বলেছেন, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে ৮০ শতাংশ আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। আগামী দু’দিনের মধ্যে জেলা পরিষদের বাকি আসনগুলিতেও বামফ্রন্টের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
|
চায়ের বদলে সাংবাদিকদের ঠান্ডা পানীয়ে আপ্যায়ন করছে সিপিএম। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রচন্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। স্থানীয় বাসিন্দারা কাহিল। বালুরঘাটে জেলা সিপিএম কার্যালয়ে আসনবন্টন নিয়ে দুদিন ধরে ফ্রন্টের বৈঠক হয়। সেখানে সাংবাদিকেরা গেলে বৈঠক চলছে জানিয়ে লস্যি, ফ্রুটজুস দেওয়া হচ্ছে।
|