|
|
|
|
স্বচ্ছ প্রার্থী বাছুন, প্রচারে বার্তা মঞ্চের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘আমাদের পঞ্চায়েত, আমাদের অধিকার’এই স্লোগানকে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করছে ‘পশ্চিমবঙ্গ জীবন-জীবিকা সুরক্ষা মঞ্চ’। তবে, কোনও দলের হয়ে প্রচার নয়, গ্রামীণ গণতন্ত্রকে মজবুত করার জন্য এই কর্মসূচি।
মঞ্চের বক্তব্য হল, পঞ্চায়েত ব্যবস্থা গ্রামীণ মানুষের গণতন্ত্র এবং স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা করার অন্যতম প্রতিষ্ঠান। |
|
আদিবাসী মঞ্চের সাংবাদিক বৈঠক। —নিজস্ব চিত্র। |
সেই কারণে বিভিন্ন সম্প্রদায়, জনগোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলি পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্বকে অবহেলা করতে পারে না। জীবন-জীবিকা সুরক্ষা মঞ্চের আহ্বায়ক ঝর্না আচার্য বলেন, “আমাদের কোনও দল নেই। আমরা মানুষের কাছে গিয়ে শুধু বলব, তাঁরা যেন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে নির্বাচিত করেন। যিনি সব সময় তাঁদের পাশে থাকবেন। যিনি নির্বাচিত হলে ক্ষমতা শুধু মুষ্টিমেয় মানুষের নিয়ন্ত্রণে থাকবে না। তার বিকেন্দ্রীকরণ হবে। পঞ্চায়েত ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবেই গ্রামের প্রকৃত উন্নয়ন সম্ভব।” সোমবার মেদিনীপুরে মঞ্চের এক সভায় প্রচার কর্মসূচির রূপরেখা তৈরি হয়। শুধু জঙ্গলমহল নয়, অন্য এলাকাতেও প্রচার কর্মসূচি করবে এই মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ঝর্ণাদেবীর কথায়, “শুধুমাত্র ৫০ শতাংশ কোটা পূরণের জন্য মহিলা প্রতিনিধি নির্বাচিত করা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মহিলাদের দিতে হবে। দরকারে জনমত গড়ে তুলতে হবে।” |
|
|
|
|
|