টুকরো খবর
ফোর্স ইন্ডিয়ার সেঞ্চুরি
ফর্মুলা ওয়ানে নিজেদের সেঞ্চুরি রেস থেকে সাত পয়েন্ট পেল ফোর্স ইন্ডিয়া। কানাডার বৃষ্টি ভেজা জাইলস-ভিলেনভ সার্কিটে রবিবারের রেস সেবাস্তিয়ান ভেটেল জিতলেও নজর কাড়লেন ফোর্স ইন্ডিয়ার দুই চালক। পল ডি রেস্টা সতেরোয় শুরু করেছিলেন। কিন্তু ঝুঁকি নিয়ে একটা পিট স্টপ-এর রণকৌশলে লড়ে বাজিমাত করলেন। সপ্তম হয়ে ছ’পয়েন্ট নেওয়া স্কটিশ চালকের প্রশংসায় বিশেষজ্ঞরা পঞ্চমুখ। অন্য দিকে, কানাডা রেসকে ‘রীতিমতো অ্যাডভেঞ্চার’ বলেছেন আদ্রিয়ান সুটিল। জার্মান চালক আটে রেস শুরু করলেও গাড়ি স্পিন করা, মালদোনাদোর ধাক্কা এবং ড্রাইভ থ্রু পেনাল্টির ত্রিফলায় বিদ্ধ হয়েও দশে শেষ করে পেলেন এক পয়েন্ট। নবম হয়ে হতাশ কিমি রাইকোনেন। তবে লোটাস তারকা মাইকেল শুমাখারের টানা চব্বিশ রেসে পয়েন্ট পাওয়ার বিরল রেকর্ড স্পর্শ করলেন। দ্বিতীয় আলোনসো। তৃতীয় লুইস হ্যামিল্টন।

সাইনার চ্যালেঞ্জ
সাত মাসের ট্রফির খরা কাটাতে সাইনা নেহওয়ালের চ্যালেঞ্জ এ বার ইন্দোনেশিয়া ওপেন। গত চার বছরে তিন বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সাইনা এ বারও খেতাবের দাবিদার। মঙ্গলবার প্রথম ম্যাচে তাঁর মুখোমুখি স্থানীয় প্লেয়ার লিনডাওয়েনি ফানেত্রি। প্রথম দুই রাউন্ড জিতলে কোয়ার্টার ফাইনালে তাঁর মুখোমুখি হতে পারেন চিনা প্রতিদ্বন্দ্বী শিজিয়ান।

মরিয়া রিয়াল
টটেনহ্যাম উইঙ্গার গ্যারেথ বেল-কে সই করাতে ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে পারে রিয়াল মাদ্রিদ। যা চার বছর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে সই করা রোনাল্ডোকে দেওয়া অর্থের থেকে ৫ মিলিয়ন পাউন্ড বেশি। স্প্যানিশ ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর জিনেদিন জিদান সে রকমই ইঙ্গিত দিলেন। রিয়াল ছাড়াও ইউরোপের চার-পাঁচটি ক্লাব বেলকে সই করানোর দৌড়ে রয়েছে।

মেসি ও তাঁর বন্ধুরা
এ বার মার্কিন মুলুকে সমাবেশ ফুটবল নক্ষত্রদের। ৩ জুলাই ‘দ্য ব্যাটল অব দ্য স্টারস’ শীর্ষক সেই ম্যাচে বিশ্ব একাদশের মুখোমুখি হবেন মেসি ও তাঁর বন্ধুরা। মেসির হয়ে খেলবেন পিকে, মাসচেরানো, বুস্কেতস, ফাব্রেগাসরা। উলটো দিকে থাকবেন, জিওভানি ডস স্যান্টোস, রবিনহো, আগেরো, লেওয়ানদস্কি, কেভিন বোয়াতেংরা। গত বছর এই ম্যাচটাই শেষ হয়েছিল ৭-৭।

রুনির কেশ পরিচর্যা
ফর্মে মরচে ধরেছে। তা এড়াতেই কি দ্বিতীয় বার হেয়ার ট্র্যান্সপ্লান্ট করার রাস্তায় হাঁটতে চলেছেন ওয়েন রুনি? এই বিষয়টিই এখন বিলেতের ফুটবল রসিকদের আলোচনার পুরোভাগে। এর আগে ২০১১-১২ মরসুমে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানোর পরেই আর্সেনালের বিরুদ্ধে ঝলমলে হ্যাটট্রিক করেছিলেন রুনি। লন্ডনের হার্লে স্ট্রিট হেয়ার ক্লিনিকে দিন কয়েক আগে গিয়ে ফের পাক্কা নয় ঘণ্টার অপারেশন করিয়ে রুনির হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর সেই জল্পনাই জোরদার হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে ইংলিশ ফুটবল তারকা শুধু বলেছেন, “২৫ বছরে মাথায় টাক পড়লে কারই বা ভাল লাগে!”

শ্রীঘরে রেফারি
এএফসি কাপে ইস্টবেঙ্গল-তাম্পাইন্স রোভার্স ম্যাচ যৌনতার বিনিময়ে গড়াপেটা করার ফন্দি এঁটেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ায় শেষ পর্যন্ত শ্রীঘরে ঢুকলেন অভিযুক্ত দুই লেবানিজ রেফারি আলি ইদ এবং আবদুল্লা তালেব। সোমবার এই নির্দেশ দিয়েছে সিঙ্গাপুরের আদালত। এই কেলেঙ্কারিতে অভিযুক্ত অপর রেফারি আলি সাব্বাঘের শাস্তি ঘোষণা হবে মঙ্গলবার।

এক শহর, দুই মেজাজ
—নিজস্ব চিত্র
ছবি: সৌমিত্র বসু
ধোনি, শিখর ধবনরা যেমন এখন লন্ডনে। তিনিও একই শহরে মাত্র কয়েক কিলোমিটার দূরে। যদিও ওভালের পথ মাড়াবেন বলে মনে হয় না। সোমবার গোটা দিনটা কাটালেন ছেলে অর্জুনের ক্রিকেট শিক্ষার পিছনে। সকালে বিএমডব্লিউ চালিয়ে নিয়ে গেলেন ইলিংয়ের ক্রিকেট মাঠে। আবার দুপুরে তাকে অনুশীলন করালেন লর্ডসের বোলিং মেশিনের সামনে। দু’দিনের মধ্যে নিউ ইয়র্ক উড়ে যাচ্ছেন সচিন তেন্ডুলকর, ছেলেকে লন্ডনে ক্রিকেট শিক্ষায় মনযোগী রেখে। ছেলের এখন ট্রেনিংয়ের সময়, তাঁর নয়। তাঁর এখন ছুটির জগৎ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রহ থেকে অনেক দূরে।

বোর্ডের সম্মতি
জিম্বাবোয়ে সফরের সবুজ সঙ্কেত দিল ভারতীয় বোর্ড। ১১ জুলাই ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ (তৃতীয় দল শ্রীলঙ্কা) শেষ হওয়ার পর জুলাই-অগস্টে মহেন্দ্র সিংহ ধোনিদের জিম্বাবোয়ে সফর চলবে। সোমবার দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.