টুকরো খবর |
জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরির সঙ্গে মোটর চালিত ট্রলির সংঘর্ষে জখম হলেন ৬ জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই এখন চিকিৎসাধীন। রবিবার রাতে গড়বেতার থানার লেদাপোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই এলাকার উপর দিয়েই চলে গিয়েছে ৬০ নম্বর জাতীয় সড়ক। শুরুতে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাত আটটা নাগাদ জাতীয় সড়কের উপর দিয়ে একটি লরি মেদিনীপুরের দিকে আসছিল। উল্টোদিক থেকে যাচ্ছিল একটি মোটর চালিত ট্রলি। এই ট্রলিতে ৬ জন ছিলেন। এঁদের বাড়ি নোহারিতে। লেদাপোলের কাছে লরিটির একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টোদিক থেকে আসা ওই ট্রলিতে গিয়ে ধাক্কা মারে। গণেশ রুইদাস, বাপ্পা পাতর, কার্তিক সিংহ সহ ৬ জন জখম হন। জখমদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনের আঘাত গুরুতর। |
কামদুনির প্রতিবাদে পথে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
প্রতিবাদের আলো: বারাসতে নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামলেন মহিলারা।
কংগ্রেসের ব্যানারে মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের সামনে। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
বারাসতের কামদুনির ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মেদিনীপুর শহরের জগন্নাথমন্দিরচকে পথ অবরোধ করে ১৫ নম্বর ওয়ার্ড মহিলা কংগ্রেস। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অবরোধ। এই কর্মসূচীর ফলে পথচলতি মানুষ সমস্যায় পড়েন। পরে মোমবাতি জ্বালিয়ে ধর্ষিতা ছাত্রীকে স্মরণ করা হয়। অবরোধে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর সুনন্দা খান, মহিলা কংগ্রেসের কমলা বসু, শিখা জানা প্রমুখ। কাউন্সিলর বলেন, “রাজ্য জুড়ে যে ভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, তার প্রতিবাদেই আমাদের অবরোধ কর্মসূচি।” |
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা দিলীপ সরকারকে খুনের প্রতিবাদে সোমবার বিকেলে মেদিনীপুরে এক মিছিল করে বামফ্রন্ট। নেতৃত্বে ছিলেন কীর্তি দে বক্সী, সারদা চক্রবর্তী প্রমুখ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে তৃণমূলের লোকজন ব্যাপক সন্ত্রাস করছে বলেও অভিযোগ ফ্রন্টের। মিছিল থেকে সেই সন্ত্রাসেরও প্রতিবাদ জানানো হয়। শহরের কলেজ মাঠের সামনে থেকে শুরু হয় এই মিছিল। পরে তা বিভিন্ন পথ পরিক্রমা করে। |
বিক্ষোভ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বারাসতের কামদুনির ঘটনার প্রতিবাদে সোমবার জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় এসইউসির ছাত্র- যুব মহিলা সংগঠন। শুরুতে মিছিল হয়। পরে ওই মিছিল কালেক্টরেট মোড়ে পৌঁছলে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। নেতৃত্বে ছিলেন দীপক পাত্র, কুমারেশ দে, কল্পনা মজুমদার প্রমুখ। এই তিনটি সংগঠনের অভিযোগ, মহিলাদের উপর অত্যাচার বাড়লেও পুলিশ-প্রশাসন নির্বিকার। |
মারমুখী প্রমীলা বাহিনী
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ভয় দেখাতে এসেছিল তৃণমূলের বাইক বাহিনী। দা-বঁটি নিয়ে তাদের পাল্টা তাড়া করলেন গ্রামের মহিলারা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দাঁতন ২ ব্লকের সাবড়া পঞ্চায়েতে পিপুড়সাই গ্রামে। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহারের জন্য গ্রামের তফসিলি মহিলা কংগ্রেস প্রার্থীর বাড়ি রাতে ঘেরাও করে তৃণমূলের বাইক বাহিনী। তখনই এলাকার মহিলারা দা-বঁটি নিয়ে তেড়ে আসেন। অন্যরা পালাতে পারলেও তৃণমূলকর্মী নিখিল কুণ্ডুকে ধরে পুলিশে দেন মহিলারা। যদিও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শৈবাল গিরির দাবি, “প্রচার সেরে বাড়ি ফিরছিলেন দলীয় কর্মী। সিপিএমের মহিলারা তাঁকে একা পেয়ে হেনস্থা করে।” পটাশপুরের গোপালপুর পঞ্চায়েতের কলমঘাট গ্রামেও একই ঘটনা ঘটে সোমবার দুপুরে। তৃণমূলের বাইক বাহিনীকে ঘিরে ফেলে প্রমীলারা। পরে পুলিশ গিয়ে তৃণমূল কর্মীদের উদ্ধার করে। |
ভোট বয়কট
নিজস্ব সংবাদদাতা • বেলপাহাড়ি |
আগে উন্নয়ন। পরে ভোট। সোমবার বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা অঞ্চলের রংপুর গ্রামের বাসিন্দারা প্রশাসন-পুলিশে লিখিত ভাবে তাঁরা জানিয়েছেন, এ বার পঞ্চায়েত ভোট বয়কট করবেন। পঙ্কজ গরাই, অজয় বিশুই, তারক বেরা, সবিতা গিরিদের অভিযোগ, প্রতিবার তাঁরা ভোট দেন। অথচ এলাকায় ন্যূনতম উন্নয়ন হয়নি। রাস্তা নেই। প্রাথমিক স্কুল নেই। তারাফেনি খালে সেতু না-থাকায় বর্ষায় গ্রাম ব্লক-সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ দু’দশক এই গ্রাম পঞ্চায়েত ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর দখলে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশ্য সিপিএমের। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতি-ও ঝাড়খণ্ডীদের দখলে। |
|