চিড়িয়াখানায় গেল জখম উল্লুক
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
উদ্ধার হওয়া সেই ‘হুলক গিবন’। শিলচরে। ছবি: দিলীপকুমার সিংহ |
কাছাড়ে উদ্ধার হওয়া আহত একটি উল্লুককে (হুলক গিবন) চিকিৎসার জন্য গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হল। দক্ষিণ অসমের বন সংরক্ষক এ সাহিদ লস্কর জানান, সপ্তাহখানেক আগে রোজকান্দির এক বাসিন্দার বাড়ির বাগানে বিরল প্রজাতির ওই প্রাণীটিকে দেখা যায়। কোমরে কোনও ভাবে আঘাত পায় সেটি। নড়তে পারছিল না। খবর যায় বন বিভাগে। স্থানীয় পশু চিকিৎসককে শিলচর থেকে রোজকান্দিতে আনা হয়। কোমরের আঘাত ঠিক হচ্ছে না দেখে গুয়াহাটি চিড়িয়াখানায় যোগাযোগ করা হয়। সহকারী বন-সংরক্ষক নবেন্দু দে-র কথায়, “কোনও ভাবে নিজের দল থেকে আলাদা হয়ে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ে প্রাণীটি। মানুষের হামলায় হয়তো সেটির কোমরে আঘাত লেগেছে।” তিনি জানান, উল্লুকের হাত দেহের তুলনায় লম্বা। আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী জানান, দক্ষিণ অসমের বড়াইল পাহাড় ও বাংলাদেশ সীমা সংলগ্ন বনাঞ্চলেও এদের দেখা মেলে। |
ধৃত তিন চোরাশিকারি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নগাঁও জেলায় মণিপুরের বাসিন্দা তিন চোরাশিকারি গ্রেফতার হল। কার্বিং আংলং থেকে জখলাবান্ধার দিকে আসার সময় তাদের ধরা হয়। ধৃতদের নাম দিংপুংখাম, সঞ্জনগাম ও লাংবি।
|
সাপের ছোবলে মৃত্যু হল এক প্রৌঢ়ার। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার নাজিরপুর এলাকার ঘটনা। মৃতার নাম রাধারানি বর্মন (৫৫)। |
ধান খেতে ঘুমিয়ে পড়া শিশু হাতির গায়ে মানুষের ছোঁয়া লাগায় দল তাকে ফিরিয়ে নেয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগ চার মাসের সেই হস্তিশাবককে সোমবার জলদাপাড়া হস্তি পুনর্বাসন কেন্দ্রে পাঠাল। ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমল বলেন, “জলদাপাড়ায় শিশু হাতিটি পালক মাকে পাবে, দুধ পাবে। আশা করি ও সুস্থ থাকবে।” খুদে হাতির সঙ্গে লরিতে উঠলেন জলদাপাড়া থেকে আসা দুই পশু চিকিৎসক। |