জামাতে ইসলামির ডাকা বনধে সোমবার হিংসা ছড়াল বাংলাদেশে। আদালত অবমাননার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামাতের তিন নেতাকে সাজা দিয়েছে। এর প্রতিবাদে রবিবার দুপুর থেকে দেশ জুড়ে বনধের ডাক দেয় জামাতে ইসলমি। বনধের বিরোধিতা করে সোমবার শাহবাগ স্কোয়ার থেকে মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। মিছিল বেরিয়ে যাওয়ার কিছু পরেই শাহবাগ স্কোয়ারে পর পর দু’টি বিস্ফোরণ হয়। যদিও তাতে কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, দু’জন মোটর বাইকে করে এসে দু’টি হাতবোমা ছুড়ে পালায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গণজাগরণ মঞ্চের প্রতিবাদীদের সঙ্গে দেশের নানা জায়গায় পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রতিবাদীরা ভাঙচুরের পাশাপাশি বহু গাড়িতে আগুন লাগিয়ে দেন। পুলিশ সূত্রের খবর, প্রতিবাদীদের ছোড়া হাতবোমায় জখম হয়েছেন দুই পুলিশকর্মী। সেমবার সর্বত্র স্কুল এবং দোকানপাট বন্ধ ছিল। রাস্তাও ছিল সুনসান। |
কাবুল বিমানবন্দরে বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছিল সাত তালিবান জঙ্গি। নিশানায় ছিল আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই নিরাপত্তারক্ষীদের হাতেই খুন হল ৫ জঙ্গি। সোমবার কাবুল বিমানবন্দরে দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। পরে আফগানিস্তানের নিরাপত্তারক্ষীদের হাতেই ধরাশায়ী হয় বাকি জঙ্গিরা। এই হামলায় অবশ্য বিশাল কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। দু’জন নাগরিক আহত হয়েছেন, তবে আঘাত গুরুতর নয়। |