টুকরো খবর
অভিমানে পদত্যাগ সভাপতির
দলের প্রার্থী তালিকা থেকে স্ত্রীর নাম বাদ যাওয়ায় পদ ও দল থেকে অব্যাহতি চাইলেন মালদহের চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি। শনিবার বিকেলে প্রদেশ কংগ্রেস দফতরে ফ্যাক্স করে ইস্তফাপত্র পাঠিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা সচ্চিদানন্দ চক্রবর্তী। টানা ৩০ বছর তিনি ব্লক কংগ্রেসের সভাপতির পদে ছিলেন। তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়নি বলে দল সূত্রে জানা গিয়েছে।ব্লক কংগ্রেস সভাপতির স্ত্রী তথা জেলা পরিষদের বিদায়ী শিশু, নারী ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ রীতা চক্রবর্তীর নাম এবারে দলের প্রকাশিত তালিকায় নেই। প্রার্থী নির্বাচনের জন্য ব্লকে দলের ৩ জনের কমিটিতে, ব্লক সভাপতি নিজে থাকলেও তাঁকে না অন্ধকারে রেখে ওই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব বলেন, “সভাপতি ইস্তফাপত্র জমা দিয়েছেন। তবে গৃহীত হয়নি। অভিমানে তিনি এমনটা করেছেন। তাঁর স্ত্রীর প্রার্থী-পদ নিয়ে দলেরই একাংশে ক্ষোভ আছে। তবে সভাপতির সঙ্গে যা যা হয়েছে সেটা তার পক্ষে মেনে নেওয়া কষ্টকর।” উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুর বলেছেন, “কী করে সমস্যা মেটানো যায় দেখা হচ্ছে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের প্রার্থী নির্বাচনের জন্য ৩ জনের কমিটি গড়া হয়েছিল। সেই কমিটিতে স্থানীয় নেতা তথা প্রদেশ কংগ্রেস সদস্য স্বপন রায়, চাঁচলের বিধায়ক সহ ব্লক সভাপতি রয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি স্বপন রায় বলেন, “ব্লক সভাপতির স্ত্রী প্রার্থী-পদের দাবিদার থাকায় তাঁকে বাদ দিয়ে তালিকা করা হয়েছে। কিছু প্রার্থীর বিরুদ্ধে দলে ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের বাদ দিয়ে নতুনদের বাছা হয়েছে।” ক্ষুদ্ধ ব্লক সভাপতি সচ্চিদানন্দবাবু বলেন, “৫০ বছর ধরে কংগ্রেস করছি। এত অপমানিত হইনি। পদ, দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বাজ পড়ে মৃত ৪ উত্তর দিনাজপুরে
রবিবার দুপুরে বাজ পড়ে এক মহিলা সহ ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার পুড়িয়া মহেশপুর এলাকায় এদিন ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাণী দেবশর্মা (২২), নেপাল বর্মন (৪৫), বেলুম দেবশর্মা (৩০) ও কৃষ্ণ রায় (৩৫)। মৃতেরা সকলেই মহেশপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় জখম হয়ে বাসুদেব শর্মা নামে আরেক বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় ২০ জন দিনমজুর এলাকার জমিতে ধানকাটার কাজ করছিলেন। হঠাৎই বৃষ্টি শুরু হলে তারা পাম্প ঘরের ছাউনির ঘরের নিচে আশ্রয় নিয়েছিলেন। সে সময় বাজ পড়লে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় সকলকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়ণাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুড়িয়া মহেশপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অতিরিক্ত জেলাশাসক সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “প্রাকৃতিক দুর্যোগে চার দিনমজুরের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার সরকারি নিয়মে আর্থিক ক্ষতিপূরণ পাবে। জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগী হবে।”

প্রার্থীর বাড়িতে হামলা, নালিশ
ফরওয়ার্ড ব্লকের এক মহিলা প্রার্থীর বাড়িতে ইট, পাথর ছুঁড়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ। শনিবার রাতে দিনহাটা থানার চৌধুরীহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান জগচন্দ্র বর্মনের স্ত্রী পূর্নিমাদেবী ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছেন। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার রাতে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ইঁট-পাথর ছোঁড়ার পাশাপাশি জগচন্দ্রবাবুর স্ত্রীকে মনোনয়ন প্রত্যহার করার জন্য হুমকি দেন বলে ফরওয়ার্ড ব্লক নেতাদের অভিযোগ। জগচন্দ্রবাবু বলেন, “এই আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় স্ত্রীকে দল টিকিট দিয়েছে। তৃণমূলের লোকজন স্ত্রীকে মনোনয়ন তোলার জন্য হুমকি দিয়ে বাড়িতে আক্রমণ করেন। পুলিশকে সবই জানিয়েছি।” জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “তৃণমূলের লোকেরা পরিকল্পিতভাবে ওই হামলা চালান।” তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ভিত্তিহীন অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে ফ্যাক্স পাঠানো ফরওয়ার্ড ব্লক নেতারা রুটিন করে ফেলেছেন।” জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনার তদন্ত হচ্ছে।”

ব্যবসায়ীকে আটকে ছিনতাই ইসলামপুরে
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে ইসলামপুরে। একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। ইসলামপুর শহরের স্টেশন রোড এলাকায় ঘটনাটি ঘটে। শনিবার রাতে হিসেব মিলিয়ে নগদ টাকা ও ক্যাশ কার্ড ব্যাগে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন প্রমোদ জৈন নামে ওই ব্যবসায়ী। দোকান থেকে কিছুটা দূরে একটি বাইকে থাকা দুই দুষ্কৃতী তাঁর হাত থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত শহরে ৬টি ডাকাতি, ৩টি ছিনতাইয়ের ঘটনা হল। ইসলামপুর মার্চেন্ট অ্যাসসিয়েশন মুখপাত্র দামোদর অগ্রবাল বলেন, “এ ভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটলে ব্যবসায়ীদের বহুত ক্ষতি হয়। দিনেও ব্যাঙ্কে যেতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ নিতে হবে।”

যাত্রী সেজে উঠে খুন
যাত্রী সেজে গাড়িতে উঠে এক ট্যাক্সি চালককে খুন করেছে দুষ্কৃতীরা। মালদহ-রতুয়া রাজ্য সড়কের নওগামা মোড় এলাকা থেকে শনিবার সকালে ওই চালকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম রঞ্জিৎ দাস (২৫)। তাঁর বাড়ি চাঁচলে। শনিবার সন্ধ্যায় তিন যাত্রীকে নিয়ে তাঁকে মালদহের দিকে যেতে দেখেছিলেন পরিচিত চালকেরা। এ দিন রাস্তার পাশে উল্টোনো গাড়িটি থেকে কিছু দূরে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। রতুয়ার ওসি সুমন্ত বিশ্বাস জানান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কী কারণে খুনের ঘটনা তা দেখা হচ্ছে।

মুক্তিপণ ৩০ লক্ষ
তৃণমূল প্রার্থীর দাদা এক ট্রাক্টর ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রাক্টর কেনার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে মালদহের চাঁচলের চন্দ্রপাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, অপহরণের পর রাতেই ফোনে অপহরণকারীরা ৩০ লক্ষ টাকা দাবি করে। পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত জিয়াউর রহমানের বাড়ি হরিশ্চন্দ্রপুর ভিঙ্গোলে। চাঁচলে শোরুম আছে। তাঁর ভাই জেরিফুল জুলফিকর ভিঙ্গোল পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী।

ধর্ষণে ধৃত যুবক
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের চাঁচলের বামুয়ার ঘটনা। শুক্রবার রাতে তরুনীর অভিযোগ পেয়ে শনিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম হাবিবুর রহমান। অভিযুক্ত তরুণীকে হাবিবির বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

চোর সন্দেহে ধৃত
শনিবার রাতে মালদহ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে মোবাইল দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া লক্ষাধিক টাকার মোবাইল ফোন। পুলিশ ধৃতের নাম সাহাবুল শেখ। তার বাড়ি রাড়িয়াল এলাকায়। সপ্তাহ খানেক আগে দোকানের সাটার ভেঙে ওই দোকানের সর্বস্ব চুরি হয়।

শ্লীলতাহানিতে ধৃত
পড়শি বধূর শ্লীলতাহানির অভিযোগে প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। রবিবার রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন লাগোয়া সরকারি আবাসন থেকে শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এ দিন ধৃত শিক্ষক জামিনে মুক্তি পান।

জখম ৩০ জন বাসযাত্রী
যন্ত্রাংশ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে আহত হয়েছেন ৩০ বাসযাত্রী। মালদহের চাঁচলের গোবিন্দপাড়ায় ৮১ নম্বর জাতীয় সড়কে রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মালতিপুর হাসপাতালে ভর্তি করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.