বরাবাজারের এক সিপিএম নেতাকে নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের বরাবাজার উত্তর লোকাল কমিটির সম্পাদক সন্তোষ মহাপাত্রকে রবিবার তৃণমূলের লোকজন বামুনডিহা বাজারের রাস্তায় ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ তুললেন সিপিএমের জেলা সম্পাদক মণীন্দ্র গোপ। তাঁর আরও অভিযোগ, ওই ব্লকেরই তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের সদস্য পাড়ডি গ্রামের বাসিন্দা রাজারাম মাণ্ডিকে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটে সিপিএমের হয়ে কাজ না করার জন্য হুমকি দিয়েছে। মণীন্দ্রবাবু বলেন, “দু’টি ঘটনার কথাই রাজ্য নিবার্চন কমিশনকে জানিয়েছি।” তবে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতো।
|
সিপিএম থেকে বেরিয়ে যাওয়া নেতাদের তৈরি করা দল পিডিএসের সঙ্গে পুরুলিয়া জেলা বামফ্রন্ট এ বার জোট গড়ে পঞ্চায়েতে লড়তে নেমেছে। মণীন্দ্রবাবু বলেন, “পিডিএসও বামপন্থাতেই বিশ্বাস করে। একই মতাদর্শের দল বলে আমরা তাঁদের সঙ্গে জোট করেছি।” পুরুলিয়ায় পিডিএসের শীর্ষনেতা তথা প্রাক্তন সিপিএম বিধায়ক নটবর বাগদি জানান, তাঁরা পুরুলিয়া ২ ব্লকে বামফ্রন্টের সঙ্গে ৬টি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে জোট করেছেন। তিনি বলেন, “পঞ্চায়েতে নানা স্থানীয় সমীকরণ থাকে। কর্মীদেরও নানা ধরনের চাপ থাকে। এই সমস্ত কারণেই আমরা বামফ্রন্টের সঙ্গে জোট করেছি।”
|
বড়দের বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে আসা এক কিশোরীকে ট্রেন থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন বলরামপুরের ডাভা গ্রামের কিছু বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ৯ বছরের কিশোরীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বিশ্বনাথপুর গ্রামে। শনিবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানতে পারে। এরপরে তাকে শিশুদের নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পুরুলিয়ার আনন্দমঠ হোমে পাঠানো হয়।
|
পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার মানবাজারের ধানাড়া এলাকায় রুটমার্চ করল পুলিশ। জেলা গোয়েন্দা দফতর সূত্রের খবর, মাওবাদীরা যাতে এলাকায় অশান্তি ঘটাতে না পারে, সে জন্য এই রুটমার্চ। জেলা পুলিশের তরফে অবশ্য রুটিন মার্চ বলেই দাবি করা হয়েছে। |