|
|
|
|
আজিজই মহমেডান কোচ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পেন ওরজি-টোলগে ওজবেদের কোচ হিসেবে শেষ পর্যন্ত চূড়ান্ত হল নাইজিরীয় মাসুদ বোলা আবদুল আজিজের নাম। তবে তিনি গোটা মরসুম সাদা-কালো শিবিরে কোচের পদে থাকবেন কি না তা নিয়ে ঝেড়ে কাশেননি মহমেডান কর্তারা। ফুটবল সচিব ইকবার আহমেদের বক্তব্য, “আজিজকেই আমরা কোচ হিসেবে বেছে নিলাম। তবে কলকাতা লিগে ওর পারফরম্যান্স দেখার পরই দীর্ঘমেয়াদী চুক্তির কথা ভাবব।” ফুটবল সচিবের এই মন্তব্যের সঙ্গে সহমত মহমেডানের মাঠ সচিব কামারুদ্দিনও।
রবিবার নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন মহমেডান ফুটবল সাব-কমিটির সদস্যরা। দীর্ঘ বৈঠকের পর আজিজেই আস্থা রেখে সরকারি সিলমোহর বসান সাদা-কালোর কর্তারা।
জন্মসূত্রে নাইজিরীয় হলেও ফিনল্যান্ডেরও নাগরিকত্ব রয়েছে আজিজের। ফুটবলার ও কোচিং জীবনের বেশির ভাগ সময়টাই তিনি কাটিয়েছেন ফিনল্যান্ডে। ফুটবলার জীবনে স্ট্রাইকারে খেলতেন আজিজ। কোচ হিসেবে তিনি কিন্তু বেশ সফল। এই মুহুর্তে ফিনল্যান্ডের অ্যাটল্যান্টিস এফসি’র যুব দলের কোচিং ডিরেক্টর। ফিনল্যান্ডেরই পি-কে থার্টি ফাইভ ক্লাবের হাত ধরে কোচিং জীবন শুরু আজিজের। এরপর সেখানকারই পোনিসতাস ও অ্যাটল্যান্টিস এফসি’র দায়িত্ব সামলেছেন।
ক্লাব সূত্রের খবর, খুব শীঘ্রই কলকাতায় চলে আসবেন মহমেডানের নতুন কোচ। মাঠ-সচিব কামারুদ্দিন বলছেন, “২০ জুনের মধ্যে আশা করছি কলকাতায় চলে আসবেন মাসুদ আবদুল আজিজ। আমাদের দল মোটামুটি সাজিয়ে ফেলেছি। শুধু একজন ভাল ভারতীয় স্ট্রাইকার দরকার।” |
|
|
|
|
|