টুকরো খবর |
নিশানায় ফেডেরার |
|
রোলাঁ গারোর লাল-দুর্গ পুনরুদ্ধার পর্ব শেষ। এ বার তাঁর নিশানায় রজার ফেডেরার! রাতের আলো ঝলমল আইফেল টাওয়ারের সামনে নিজের ষোলো নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি হাতে ঝলমলে মেজাজের সেরেনা বলেছেন, “ভেবেছিলাম প্যারিসেই রজারকে ধরে ফেলেছি। কিন্তু ওর গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা এখনও সতেরো। উফ রজার, এতগুলো জেতা কি জরুরি ছিল?” দুষ্টু হেসে যোগ করেছেন, “রজারের রাজত্ব উইম্বলডনেই ওকে ধরতে পারলে ব্যাপারটা বেশ কুল হবে, তাই না?” তবে সতেরোয় থামতে চান না। অন্তত আঠারোটা গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্টিনা নাভ্রাতিলোভা আর ক্রিস এভার্টের ক্লাবে ঢুকতে চান, জানিয়ে দিয়েছেন সেরেনা।
|
শোয়েবের টিপস |
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারিবিয়ানদের কাছে হারলেও আশা ছাড়ছেন না প্রাক্তন পাক স্পিডস্টার শোয়েব আখতার। বরং মিসবা উল হকের দলের জোরে বোলারদের কাছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের পরামর্শ, “হাল ছাড়লে হবে না। দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ুক জুনেইদ খান, মহম্মদ ইরফানরা। তা হলেই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানো যাবে।” সোমবার এজবাস্টনে পাকিস্তানের প্রতিপক্ষ ডেল স্টেইনহীন দক্ষিণ আফ্রিকা। আগামী শনিবার ওই মাঠেই শিখর ধবনদের মুখোমুখি হবেন মিসবারা।
|
‘বার্সাই এক নম্বর’ |
|
একই বছরে বুন্দেশলিগা, জার্মান লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরও নিজেদের এক নম্বর ভাবতে নারাজ বায়ার্ন মিডফিল্ডার বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। বরং এক নম্বর জায়গাটা তিনি দিচ্ছেন মেসি-নেইমারদের বার্সেলোনাকেই। তাঁর সাফ কথা, “আমার চোখে বার্সাই এই মুহূর্তে ইউরোপের এক নম্বর ক্লাব দল।” এখানেই না থেমে সোয়াইনস্টাইগার বলেছেন, “গত ছ’বছরে ওদের ধারাবাহিকতা দেখলেই এর উত্তরটা পাওয়া যায়। একটা বড় খেতাব জয়ের পর উঠে দাঁড়িয়ে কেউ যদি বলে আমিই এক নম্বর, তা হলে সেটা বড় ভুল।”
|
চিন্তিত সাবেয়া |
মঙ্গলবার প্রাক-বিশ্বকাপ ম্যাচে আর্জেন্তিনার প্রতিপক্ষ ইকুয়েডর। কিন্তু গুরুত্বপূর্ণ সেই অ্যাওয়ে ম্যাচের আগে নিজের তুরুপের তাস লিওনেল মেসিকে পাওয়ার ব্যাপারে রীতিমতো সন্দিহান আর্জেন্তিনা কোচ আলেসান্দ্রো সাবেয়া। তাঁর প্রথম কারণটা যদি হয় চোট। দ্বিতীয় কারণটা অবশ্যই ইকুয়েডরের ভৌগোলিক অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০ মিটার উচ্চতায় অবস্থিত রাজধানী কুইটোতে ম্যাচ খেলতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে হয়েছে মারাদোনা থেকে রোমারিও সকলকেই। প্রাক-বিশ্বকাপ ম্যাচে গত শুক্রবারই স্বদেশীয় হোসে পেকারম্যানের প্রশিক্ষণাধীন কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর দেশের সংবাদমাধ্যমে সমালোচিত সাবেয়ার তাই ইকুয়েডরের বিরুদ্ধে জয় চাই যে কোনও মূল্যে। এর মাঝে মেসি বলে বসেছেন, “চোট তো রয়েইছে। তার উপর ওই উচ্চতায় খেলাটাই ক্লান্তির বোঝা আরও বাড়িয়ে তোলে।” আর্জেন্তিনা অধিনায়কের এই মন্তব্য শুনে স্বভাবতই চিন্তিত সাবেয়া। মেসির সঙ্গে আলোচনার পরেই তাঁকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কোচ।
|
ইনিয়েস্তার কটাক্ষ |
জোহান ত্রুয়েফের পরে এ বার মোরিনহোকে তীব্র কটাক্ষ করলেন আর এক বার্সা তারকা ইনিয়েস্তা। তাঁর বিস্ফোরক মন্তব্য, “মোরিনহো স্প্যানিশ ফুটবল নষ্ট করেছে। ভালই লাগে না লোকটার সম্পর্কে কথা বলতে।” এখানেই না থেমে গত বিশ্বকাপ ফাইনালের গোলদাতা আরও বলেছেন, “আমার সঙ্গে মোরিনহোর কোনও শত্রুতা নেই। কিন্তু ওর খেলার ধরন আমার ভাল লাগে না।”
|
ফের রোনাল্ডো-জল্পনা |
ফেসবুকের ছবিতে উড়ানে রোনল্ডো-সহ
একঝাঁক পতুর্গাল তারকা যাচ্ছেন জেনিভায়। |
তৈরি ছিলেন ক্লাব কর্তারা। তৈরি ছিলেন সমর্থকেরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ‘পোস্টার বয়’ রোনাল্ডোর সঙ্গে ক্লাবের ‘রোম্যান্টিক রি-ইউনিয়নের’ সরকারি তারিখ ঠিক ছিল ৮ অগস্ট। গত কয়েক সপ্তাহে নিজের পুরনো ক্লাবে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেও, শনিবার রাতে একশো আশি ডিগ্রি ঘুরে রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি সই করার কথা বলে দিলেন রোনাল্ডো। তাঁর কথায়, “আমাকে নিয়ে জল্পনা থাকলেও আমি চিন্তিত নই। জানি নতুন চুক্তি সই করার জন্য ক্লাবের সঙ্গে কোনও একটা বোঝাপড়ায় ঠিক পৌঁছব।”
|
স্কুল দাবা |
প্রথম এইচডিসিএ আন্তর্জাতিক ফিডে রেটেড স্কুল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে প্রথম স্থানে অনুষ্টুপ বিশ্বাস। টুর্নামেন্টে আপাতত প্রথম তিনে রয়েছে ঋতব্রত গঙ্গোপাধ্যায়, সায়ন বসু এবং রাজদীপ সরকার। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টুর্নামেন্ট চলবে ৮ থেকে ১১ জুন। |
|