ফরাসি ওপেন
‘আঙ্কল টনি’র পাল্টে দেওয়া হাতেই ইতিহাস
নাদালের টেনিসে হাতেখড়ি যে মাত্র তিন বছর বয়সে সেটা এখন তিন বছরের বাচ্চারও জানা! কিন্তু ক’জন জানে যে, নাদাল শুরুতে ডানহাতি ছিলেন আর ফোরহ্যান্ড শটও ডাবল হ্যান্ডেড নিতেন দেখে তাঁর কাকা-কাম-আজীবনের কোচ টনি নাদাল তাঁকে বাঁ-হাতি টেনিস প্লেয়ারে রূপান্তরিত করেন? নাদাল আট বছরে অনূর্ধ্ব-১২ আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছিলেন ডানহাতি হিসেবে খেলেই!
স্পেনের মায়োরকা-র মানাকোরে নাদালদের এখনও একান্নবর্তী পরিবার। বিমা কোম্পানির মালিক বাবা সেবাস্তিয়ান নাদাল, বিশ্বকাপার ফুটবলার কাকা মিগুয়েল নাদাল (স্পেনের হয়ে ’৯৪, ’৯৮, ২০০২ তিন বার বিশ্বকাপ খেলেছেন) আর টনি নাদালের সংসার একই অ্যাপার্টমেন্টে। লিও মেসির ক্লাবে খেলা মিগুয়েলের জনপ্রিয় নাম ছিল ‘বিস্ট অব বার্সেলোনা’! এত কড়া ট্যাকল ছিল তাঁর। আঙ্কল টনি-র পরামর্শে যদি রাফায়েল নাদালের স্বপ্নের বাঁ-হাত তৈরি হয়ে থাকে, তা হলে মিগুয়েল আঙ্কলের খেলার মাঠের ‘হিংস্রতা’ ক্লে কোর্ট সম্রাটের টেনিসে ফুটে ওঠে।

ম্যাচ পয়েন্ট জিতে।
টেনিসের ওপেন যুগে (১৯৬৮-উত্তর) প্রথম প্লেয়ার নাদাল, রবিবার যিনি একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব আট বার জিতলেন। ফরাসি ওপেনে ইতিহাস গড়ার ম্যাচে নাদাল ঘণ্টা তিনেকের ভেতরেই স্ট্রেট সেটে হারান দেশোয়ালি ডেভিড ফেরারকে ৬-৩, ৬-২, ৬-৩। দ্বিতীয় সেট জেতার পরেই রোলাঁ গারোর কোর্টের মধ্যে রংমশাল হাতে ঢুকে পড়েন এক দর্শক। শেষ সেটে স্পেনের ‘গৃহযুদ্ধে’ দুই প্রতিদ্বন্দ্বীকে বার কয়েক পয়েন্টের মাঝে হাসি-ঠাট্টা করতে দেখা গেল। টেনিসমহল থেকে দুই যুযুধান স্বয়ং সবার যেন জানাই ছিল ফাইনালের পরিণতি! নাদালের ইতিহাস রচনা যেন ছিল স্রেফ সময়ের অপেক্ষা!
ভুল। স্কোরলাইন দেখে ম্যাচটাকে যতটা একপেশে মনে হচ্ছে, মোটেও তা হয়নি। ‘ফাস্টেস্ট ম্যান অব দ্য আর্থ’-এর হাত থেকে ‘ফার্স্ট ম্যান অব গ্র্যান্ড স্ল্যাম হিস্ট্রি’ ট্রফি নিয়ে তাতে স্বভাবসিদ্ধ কামড় দেওয়ার পিঠোপিঠি সময় তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ম্যাটস ভিল্যান্ডারের টুইট দেখা গেল “উসেইন বোল্টকে দিয়ে রোলাঁ গারোয় চ্যাম্পিয়নশিপ ট্রফি পুরস্কার দেওয়ার মতোই অপরিচ্ছন্ন আজ নাদালের খেলা! ফেরারের জায়গায় জকোভিচ থাকলে কী হত ভাবলে শিউরে উঠছি!” তিরিশ বছর আগে রোলাঁ গারোর শেষ ফরাসি চ্যাম্পিয়ন ইয়ানিক নোয়া-কে দিয়ে প্রথমে ঠিক ছিল পুরস্কার দেওয়ার। কিন্তু অতীতে নোয়ার “স্প্যানিশ খেলাধুলোর মহাউন্নতির পিছনে ডোপিং” এহেন মন্তব্যের জেরে সংগঠকেরা তাঁকে দুই স্প্যানিশ ফাইনালিস্টের সামনে এনে বিতর্কে জড়াতে চাননি।
রোঁলা গারোয় দু’বারের চ্যাম্পিয়ন জিম কুরিয়ার ফাইনালের এক ঘণ্টা আগে দীর্ঘ টুইটে ফেরারকে পরামর্শ দেন, “রাফার ফোরহ্যান্ড যদি ডেভিড হজম করতে পারে। সার্ভটা যদি ঠিক মতো করে। যদি রিটার্ন নাদালের ব্যাকহ্যান্ডে করে ওকে সেখানে ঠেসে রাখে, তা হলে আজ অঘটন ঘটতে পারে।” ট্যুরে ফেরারের ঘনিষ্ঠ বন্ধু অ্যান্ডি মারে পিঠের চোট সারিয়ে পরের সপ্তাহে কুইন্স-এ নামার প্রস্তুতির ফাঁকে টুইটারে লেখেন, “এ বছর মাদ্রিদ আর রোম, দু’বারই ফেরার একটা সেট নাদালের থেকে কেড়ে নিয়েছিল। অনেক বছর ডেভিস কাপে এক টিমে ট্রেনিং করায় নাদালের খুঁটিনাটি ফেরার অন্যদের চেয়ে বেশিই জানে।”

অবিস্মরণীয় মুহূর্ত। বোল্টের হাত থেকে ট্রফি নেওয়া।
সার্কিটের প্রাক্তন আর বর্তমান মহাতারকাদের ভবিষ্যদ্বাণী কতকটা সত্যি করে ফেরার তিনটে সেটেই তুল্যমূল্য লড়াই করেন। নিজে যদি আট বার সার্ভিস খুইয়ে থাকেন, তা হলে তিনিও তিন বার সার্ভিস ব্রেক করেছেন মহাবিক্রমশালী প্রতিদ্বন্দ্বীর। তাও দু’বার ব্যাক-টু-ব্যাক! দ্বিতীয় সেটে তো নাদাল সেট জেতার সার্ভিস গেমও হারান! ওই সময়ই ফিলিপ শাতিয়ের কোর্টে আচমকা জনাদুয়েক দর্শকের ফ্রান্সে সমকামী-বিবাহ আইনসিদ্ধ হওয়ার প্রতিবাদ প্রদর্শনে মিনিটখানেক খেলা আটকে থাকে। সত্যি বলতে কী, প্রথম সেটে ৩-৩ থেকে টানা ছয় গেম জেতার সময়টুকু বাদে নাদালের খেলাও ইতিহাস গড়ার লগ্নে কেমন যেন আটকে পড়া দেখিয়েছে!
তা হলেও ম্যাচ শেষে প্যাট ক্যাশের টুইটেই বোধহয় রয়েছে ক্লে কোর্টে নাদাল-রহস্যের সারসত্য “রোলাঁ গারো আর নাদাল, দুটোর রসায়নে আলাদা কিছু আছে! স্লো কোর্ট... বলের বেশি বাউন্স... বাঁ-হাতি নাদালের শটের বিরাট স্পিন... বিশাল সাইজের কোর্টে ওর প্রচুর অ্যাঙ্গল তৈরি করা সব না হয় বুঝলাম। কিন্তু আর কোনও কোর্টে নাদালকে এত ক্ষুধার্থ, হিংস্র দেখায় না! এখানে ওকে টপকানো অসম্ভব। মাত্র সাতাশ বছর বয়স। ফিট থাকলে এক ডজন ফরাসি ওপেন খেতাবও জিততে পারে ও!”
গ্র্যান্ড স্ল্যাম শৃঙ্গে
অস্ট্রেলীয় ওপেন
• আন্দ্রে আগাসি, রজার ফেডেরার ও নোভাক জকোভিচ (৪ বার)
ফরাসি ওপেন
• রাফায়েল নাদাল (৮ বার)
উইম্বলডন
• পিট সাম্প্রাস ও রজার ফেডেরার (৭ বার)
যুক্তরাষ্ট্র ওপেন
• জিমি কোনর্স, পিট সাম্প্রাস ও রজার ফেডেরার (৫ বার)
ছবি: এএফপি
পুরনো খবর:
রাফার আগে ফেরার
গ্র্যান্ড স্ল্যাম ইতিহাস গড়া ফরাসি ওপেন খেতাব রবিবার পেলেও নাদাল র‌্যাঙ্কিংয়ে ডেভিড ফেরারের পিছনে থাকছেন। সোমবার এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং যে প্রকাশ পাচ্ছে তাতে ফেরার চার নম্বর থেকে সরছেন না, জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল রোলাঁ গারোয় খেলায়। নাদাল পাঁচেই থাকবেন। ফলে আসন্ন উইম্বলডনে নাদালের পঞ্চম বাছাই হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে উইম্বলডনে নাদাল বিশ্বের প্রথম তিন র‌্যাঙ্কিংয়ে থাকা জকোভিচ, অ্যান্ডি মারে বা ফেডেরারের মুখোমুখি কোয়ার্টার ফাইনালেই হয়ে যেতে পারেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.