টুকরো খবর |
ব্রহ্মপুত্রে তিন কিশোর নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ব্রহ্মপুত্রে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর। আজ গোয়ালপাড়া জেলার বড়বাজারে ঘটনাটি ঘটে। একজনকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ মেলেনি। পুলিশ জানায়, এ দিন সকালে গোয়ালপাড়া ২ নম্বর কলোনির বাসিন্দা নব বিশ্বাস, দীপঙ্কর দাস, অশ্বিনী বর্মণ ও নকুল দাস কাছারিঘাটে স্নান করতে নেমেছিল। প্রচণ্ড স্রোতে চারজনই তলিয়ে যায়। চিৎকার শুনে মাঝিরা নবকে জল থেকে উদ্ধার করেন। নিখোঁজ অন্যদের খোঁজে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নব এবং অভিজিৎ দশম শ্রেণির ছাত্র। দীপঙ্কর গোয়ালপাড়া কলেজে একাদশ শ্রেণিতে পড়ে।
|
পুরনো খবর: ব্রহ্মপুত্রে নেমে নিখোঁজ দুই ভাই |
ধর্ষণ করে খুনের শাস্তি দু’মাসে
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুন করেছিল ৫৩-র প্রৌঢ়। চার্জশিট পেশের দু’মাসের মধ্যে শাস্তি ঘোষণা করল আদালত। মৃত্যুদণ্ড দেওয়া হল অপরাধী দত্তাত্রেয় রোকড়ে-কে। ২২ জানুয়ারি নবি মুম্বইয়ের ঘটনা। রোকড়ের পড়শির ছোট্ট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন বাবা-মা। ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে তন্নতন্ন করে খুঁজতে শুরু করেন। বাড়ির পিছনে মৃতদেহ মেলে শিশুটির। তদন্তে ধরা পড়ে দত্তাত্রেয়ই তুলে নিয়ে গিয়েছিল তাঁদের মেয়েটিকে। সরকারি আইনজীবী সঙ্গীতা ফাড় বলেন, “এ ধরনের মামলায় এত তাড়াতাড়ি শাস্তি, এই প্রথম।” তবে পুলিশের বক্তব্য, তদন্তে রোকড়ের পরিবার দারুণ ভাবে সাহায্য করেছিল বলেই দ্রুত পদক্ষেপ করা গিয়েছে। মূলত স্ত্রী ও ছেলের বয়ানের ভিত্তিতেই শাস্তি হয়েছে রোকড়ের। |
উত্তেজনা করিমগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্থানীয় এক যুবকের সঙ্গে পুলিশের গাড়ি-চালকের বচসাকে ঘিরে উত্তেজনা ছড়াল করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার কালীবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কাল বিনা কারণে এক যুবককে মারধর করে পুলিশ। এরপর সেখানকার পুলিশ ফাঁড়িতে জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, ঘটনার জেরে ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার নব্যেন্দু দাসকে অন্য থানায় সরিয়ে দেওয়া হয়েছে। |
বদলাচ্ছে না তথ্য আইন
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজনৈতিক দলগুলিকে তথ্যের অধিকার আইনের আওতা থেকে বের করার জন্য ওই আইন সংশোধন করার প্রশ্নই নেই। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সম্প্রতি সব দলকে তথ্যের অধিকার আইনের আওতায় এনেছে কেন্দ্রীয় তথ্য কমিশন। তথ্যের অধিকার আইনে প্রশ্ন নিয়ে ‘নোডাল এজেন্সি’র কাজ করে কর্মী ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভাগ। তারাও জানিয়েছে, ওই নির্দেশে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই। |
বাড়িতে গ্রেনেড
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ডিমা হাসাও জেলায় বন বিভাগের এক পদস্থ কর্তার বাড়িতে গ্রেনেড ছুঁড়ল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পুলিশ জানায়, গত রাতে হাফলঙ থানার রামনগরে গরমপানির রেঞ্জ অফিসার পিটার সুমেরের বাড়িতে গ্রেনেড ছোঁড়া হয়েছিল। আজ সকালে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়। পরে গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে ওই ঘটনায় কোনও জঙ্গি সংগঠন জড়িত নয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। |
যাত্রার খরচ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের গত ন’বছরের বিদেশযাত্রায় খরচ হয়েছে প্রায় ৬৪২ কোটি টাকা। তথ্যের অধিকার আইনে এক প্রশ্নের জবাবে শনিবার এ কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। তাদের হিসেব অনুযায়ী, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে মোট ৬৭ বার বিদেশে গিয়েছেন মনমোহন। তার মধ্যে ৫টি যাত্রার বিল এখনও পাওয়া যায়নি। বাকি ৬২টি যাত্রায় মোট খরচ পরিমাণ ৬৪২ কোটি টাকার কাছাকাছি। |
অপহৃতা তরুণী
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন তামিলনাড়ুর এক তরুণী। বাবা-মা আপত্তি করায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শনিবার বাবা-মার সঙ্গে যাচ্ছিলেন পেরুন্ডাডুরাই শহরে। কিন্তু পথে বাবা-মা ও গাড়ির চালকের চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাকে অপহরণ করে এক দল যুবক। |
|