টুকরো খবর |
প্রকাশ্যে ধূমপানে দোষ মানলেন শাহরুখ
সংবাদসংস্থা • জয়পুর |
আইপিএলের খেলা চলাকালীন প্রকাশ্যে ধূমপান করা তাঁর অন্যায় হয়েছে বলে স্বীকার করলেন শাহরুখ খান। গত ৮ এপ্রিল রাজস্থান রয়্যালস্ ও কলকাতা নাইট রাইডার্সের খেলা চলছিল সওয়াই মান সিংহ স্টেডিয়ামে। সেখানেই কেকেআর-এর মালিক শাহরুখকে জনসমক্ষে ধূমপান করতে দেখা যায়। এই নিয়ে পর দিনই স্থানীয় আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন জয়পুর ক্রিকেট অ্যাকাডেমির প্রধান আনন্দ সিংহ। প্রকাশ্যে ধূমপান নিয়ে দু’দিন আগেই শাহরুখের কড়া সমালোচনা করেছিল জাতীয় তামাক নিষিদ্ধকরণ সংস্থা (নোট)। সংস্থার সাধারণ সম্পাদক শেখর সালকার বলেন, আইন নিয়ে ‘ছেলেখেলা’ করছেন শাহরুখ। বারবার একই ঘটনা ঘটায় প্রমাণিত, সেলিব্রিটি হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নন তিনি। তার পরই আজ নিজের দোষ স্বীকার করে নিলেন শাহরুখ। রাজস্থানের আদালতে আজ তাঁর হাজির হওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখের আইনজীবী ম্যাজিস্ট্রেটের কাছে জানান, প্রকাশ্যে ধূমপানের অপরাধে শাহরুখের হয়ে তিনিই ক্ষমা চেয়ে নিচ্ছেন। তিনি এও বলেন, সেদিনের ঘটনা একটা ‘ছোট ঘটনা’। শাহরুখ এর জন্য জরিমানাও দিতে প্রস্তুত। তবে আদালতে হাজিরা দেওয়া থেকে তাঁকে যেন মুক্তি দেওয়া হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট শিল্পা সমীর ২১ জুন পর্যন্ত মামলা মুলতুবি করেন। |
দু’দিন ধরে জগনকে জেরা সিবিআইয়ের
সংবাদসংস্হা • হায়দরাবাদ |
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় অভিযুক্ত ওয়াই এস জগন্মোহন রেড্ডিকে আজ দ্বিতীয় বার জেরা করল সিবিআই। জিজ্ঞাসাবাদ পর্বকে ‘শান্তির্পূণ’ বলে বর্ণনা করেছেন কাডাপ্পার সাংসদ জগন। তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সব কিছুই আমি স্পষ্ট জানিয়েছি। আবার ওঁরা ডাকবেন। যা জানতে চাইবেন বলে দেব।” গত কালও জগনকে আট ঘন্টা জেরা করেছিল সিবিআই। জানতে চাওয়া হয়েছিল ভাদারেভু অ্যান্ড নিজামপট্টনম পোর্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল করিডর (ভিএএনপিআইসি)-এর হিসেবে গরমিল সম্পর্কে। মামলায় অপর দুই অভিযুক্ত শিল্পপতি নিম্মাগাদ্দা প্রসাদ ও অন্ধ্রের শিল্পকাঠামো বিষয়ক প্রাক্তন সচিব ব্রহ্মানন্দ রেড্ডির সামনে তাঁকে জেরা করেন সিবিআই কর্তারা। সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই শুল্ক মন্ত্রী মোপিদেবী বেঙ্কট রামান্না রাওকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির মন্ত্রিসভায় শিল্পপরিকাঠামো মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। গ্রেফতার হয়েছেন নিম্মাগাদ্দা প্রসাদ ও ব্রহ্মানন্দ রেড্ডিও। জগনকে গ্রেফতার করার ব্যাপারে অবশ্য এখনও কোনও সিদ্ধান্তে আসেনি সিবিআই। এরই মধ্যে, অন্ধ্রে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিয়ে আজ জগনের ওয়াই এস আর কংগ্রেসে যোগ দিলেন আরও এক কংগ্রেস বিধায়ক। |
ভোটে লড়বেন ডিম্পল যাদব
সংবাদসংস্থা • লখনউ |
কনৌজ লোকসভা আসনের উপ-নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল। আজ এই কথা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। ২০০৯ সালের লোকসভা ভোটে ফিরোজবাদ ও কনৌজ কেন্দ্র থেকে জিতেছিলেন অখিলেশ। পরে ফিরোজাবাদ কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে অখিলেশকে বিধানসভায় মনোনয়ন দেয় দল। তার পর কনৌজের সাংসদের পদ থেকেও ইস্তফা দেন তিনি। ২৪ জুন কনৌজে উপ-নির্বাচন হওয়ার কথা। ২০০৯ সালে ফিরোজাবাদে উপ-নির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজ বব্বরের কাছে হেরে গিয়েছিলেন ডিম্পল। |
বেড়াতে গিয়ে প্রতারিত বারাসতের দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁদের দুর্দশার মধ্যে ফেলে পর্যটন সংস্থার মালিক উধাও হয়ে গিয়েছেন বলে উত্তরাখণ্ডের কুমায়ুনে চৌকরি থানায় অভিযোগ দায়ের করলেন এক দল বাঙালি পর্যটক। বারাসতের দত্তপুকুর এলাকার বাসিন্দা ওই পর্যটকেরা কুমায়ুনে বেড়াতে গিয়েছিলেন সৌম্য দে নামে এক ব্যক্তির সঙ্গে। তিনিই ওই পর্যটন সংস্থার মালিক। সৌম্যবাবুর বাড়ি চেতলা থানা এলাকায়। গত ১৮ মে কোল ইন্ডিয়ার কর্মী মধুসূদন মোদক ও তাঁর সহকর্মীরা সপরিবার কলকাতা থেকে রওনা হন। সব মিলিয়ে তাঁদের দলে রয়েছেন ৩৯ জন। পর্যটন সংস্থাটির সঙ্গে তিন লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকার চুক্তি হয়। কলকাতা-দিল্লি এবং কানপুর-কলকাতার ট্রেন ভাড়া অবশ্য তার মধ্যে ছিল না। অভিযোগ, তিন লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অগ্রিম দেওয়া হলেও দিল্লি নামার পরেই বাতানুকূল বাসের জন্য আরও ৩৪,৫০০ টাকা চান সৌম্যবাবু।
ওই পর্যটকদের অভিযোগ, নৈনিতালে পৌঁছনোর পরে সৌম্যবাবু জানান, তাঁর এটিএম কার্ড কাজ করছে না। লিঙ্ক পেতে সমস্যা হচ্ছে। সৌম্যবাবুর অনুরোধ মতো ২১ মে তাঁকে আরও ৩০,০০০ টাকা দেওয়া হয়। পরের দিন কৌশানিতে গিয়ে তাঁকে আবার ১২০০০ টাকা দেওয়া হয়। এর পরে, চৌকরি পৌঁছনোর পরে ২৩ তারিখ সকাল থেকে উধাও হয়ে যান সৌম্যবাবু। মধুসূদনবাবুর অভিযোগ, “সকাল আটটার পরে আমাদের হোটেল থেকে বার করে দেওয়া হয়। কলকাতায় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে টাকার ব্যবস্থা করি। পাঁচটি ঘর ভাড়া করে গাদাগাদি করে দু’দিন থেকে এখন পিথোরাগড়ে এসেছি। মুন্সিয়ারি যাওয়া বাতিল হয়ে গিয়েছে। ৩০ তারিখের ফেরার টিকিট কাটা। সে ক’দিন কাটানোও সমস্যা হয়ে দাঁড়িয়েছে।” শনিবার যোগাযোগের চেষ্টা করা হলে দেখা যায় সৌম্যবাবুর মোবাইল বন্ধ। কলকাতায় তাঁর স্ত্রী জয়া দে বলেন, “ওই পর্যটকদের থেকে নেওয়া টাকা আমার স্বামী অন্য একটি ট্যুরের জন্য খরচ করে ফেলেছেন। আমি আপ্রাণ চেষ্টা করছি টাকা ধার করে কুমায়ুনে পর্যটকদের কাছে পাঠাতে।” কুমায়ুনের পিথোরাগড় থাকা মধুসূদনবাবুও অবশ্য জানিয়েছেন, সৌম্যবাবু নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে জয়াদেবী কলকাতা থেকে ১০,৫০০ টাকা পাঠিয়েছেন। |
আম পাড়তে যাওয়ায় মার, মৃত্যু বালকের
নিজস্ব সংবাদদাতা • পটনা |
অন্যের বাগানে আম পাড়তে গিয়ে মারের চোটে প্রাণ হারাল ১১ বছরের এক বালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সমস্তিপুরের শাহপুর পাটুরি থানা এলাকার শিউরা গ্রামে। নিহত বালকের নাম বিজয় পাসোয়ান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে রামবিলাস রাইয়ের বাগানে আম পাড়তে ঢুকেছিল বিজয়। অভিযোগ, আমবাগানের মালিক রামবিলাস বিজয়কে দেখেই ধরে মারতে থাকে। চেঁচামেচি শুনে ছুটে আসে রামবিলাসের ছেলে সাধু। বাবা ও ছেলে দু’জনে মিলেই নির্দয় ভাবে পেটাতে থাকে বিজয়কে। মারের চোটেই ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বালকটি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহপুর পাটুরি থানার ওসি এ ইমাম বলেন, “মারের চোটে ছেলেটির মৃত্যু হয়। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে রামবিলাস ও সাধু। তাদের খোঁজে তল্লাশি চলছে।” সপ্তাহখানেক আগেই বিহারের সিওয়ান জেলায় দীনদয়ালপুর গ্রামে একই রকম একটি ঘটনায় মারা যায় পাঁচ বছরের একটি ছেলে। আম কুড়োতে গেলে তারই আত্মীয় বছর চোদ্দোর এক দাদার মারের চোটে মৃত্যু ঘটে শিশুটির। |
ঘুষ নিতে গিয়ে বিডিও গ্রফতার
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন এক বিডিও ও তাঁর অফিসের এক কর্মচারী। কাল রাতে ভিজিল্যান্সের হাতে ধরা পড়েন অরুণ কুমার ত্রিপাঠী নামে মোতিহারির আদাপুর ব্লকের ওই বিডিও। তার সঙ্গে ধরা পড়েন মুক্তিনারায়ণ সিংহ নামে এক কর্মচারী। ভিজিল্যান্স দফতর থেকে জানানো হয়েছে, সুদামা সাহানি নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় বিডিও এবং তাঁর দফতরের ওই কর্মীকে হাতেনাতে ধরা হয়। স্থানীয় এক সমবায়ের মাধ্যমে সরকারি পুকুরে মাছ চাষের সুযোগ করে দেওয়ার বিনিময়ে বিডিও ওই ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকা চেয়েছিলেন। কিন্তু কাল রাতে এক লক্ষ টাকা নিতে গিয়ে ধরা পড়ে যান দু’জনেই। |
ব্রহ্মপুত্রে নেমে নিখোঁজ দুই ভাই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ব্রহ্মপুত্র স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই। ঘটনাটি ঘটেছে মাজুলির দক্ষিণ অংশে, শিকলিচাপোড়িতে। পুলিশ জানায়, কাল বিকেলে স্নান করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কাকু শইকিয়া ও মুন শইকিয়া। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মুন যোরহাট থেকে ও কাকু লখিমপুর থেকে মাজুলি এসেছিল। রাত অবধি তারা না ফেরায় তল্লাশি শুরু হয়। ব্রহ্মপুত্রের পাড়ে তাদের জুতো ও পোশাক পড়ে থাকতে দেখা যায়। এ থেকেই অনুমান করা হয় তারা জলে নেমেছিল কিন্তু আর উঠে আসেনি। নৌকা নিয়ে খোঁজাখুঁজি চালিয়েও রাত অবধি, দু’জনের দেহের সন্ধান মেলেনি। |
বোমা ভেবে বাস ছেড়ে উধাও চালক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
একেই বলে বোমাতঙ্ক। টায়ার ফাটার বিকট আওয়াজে বিভ্রান্ত হয়ে নির্ঘাত বোমা ফেটেছে ভেবেযাত্রী বোঝাই বাস ছেড়ে পালালেন চালক ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে যোরহাটের টিয়কে। পুলিশ জানায়, গুয়াহাটি থেকে তিনসুকিয়া যাচ্ছিল একটি নৈশ বাস। আজ ভোরে বাসটি যখন টিয়কের কাছাকাছি, তখন বাসটির একটি টায়ার ফেটে যায়। টায়ার ফাটার শব্দ পেয়েই ভয়ে বাস ফেলে পালিয়ে যান বাসচালক ও তাঁর সহকারী। প্রায় দেড় ঘণ্টা, চালকের আশায়, বাসে বসে থাকার পরে অধৈর্য যাত্রীরা পুলিশের শরণ নেন। পুলিশ বাসচালক ও সহকারীকে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত আটক যাত্রীদের আমগুড়ি স্টেশন থেকে ট্রেনে চাপিয়ে তিনসুকিয়া পাঠাবার ব্যবস্থা করা হয়। |
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিয়ন্ত্রণ হারিয়ে সব্জি বিক্রেতাকে ধাক্কা মারল গাড়ি। মারা গেলেন বাইক আরোহী। গণপিটুনিতে জখম গাড়িচালক। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির নারঙ্গি এলাকায়। আজ দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েনারেঙ্গি ফরেস্ট গেটের কাছে, সজোরে, রাস্তার পাশে সব্জিবিক্রেতা লংকেশ্বর মজুমদারকে (৬৭) ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনি। উত্তেজিত জনতা, গাড়িচালককে নামিয়ে বেধড়ক মারে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। |
রক্ষীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ঘুমের মধ্যেই মারা গেলেন মেঘালয়ের স্পিকারের গৃহরক্ষী। আজ সকালে স্পিকার চার্লস পাইরোংপের বাড়িতে অচেতন হয়ে পড়ে ছিলেন ইয়ারবর মুকতিয়ে নামে ওই রক্ষী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। |
সফল উৎক্ষেপণ
সংবাদসংস্থা • বালেশ্বর |
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র আকাশের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল আজ। প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, আজ চাঁদিপুর থেকে বেলা ১১ টা নাগাদ এই উৎক্ষেপণ করা হয়। ভূপৃষ্ঠ থেকে আকাশ এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৫ কিলোমিটার। |
|