পরস্পরের বিরুদ্ধে নিজের দলের প্রার্থীর বাড়িতে বোমাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল ও কংগ্রেস। শনিবার রাতে সাঁইথিয়ার বাতাসপুর এলাকার দক্ষিণসিজা গ্রামের ঘটনা। দু’ দলই থানায় অভিযোগ দায়ের করেছে।
কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি প্রদীপ সরকার জানিয়েছেন, শুক্রবার তৃণমূলের লোকজন ব্লক অফিসে দক্ষিণসিজা সংসদে দলের প্রার্থী চম্পা বিবিকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিয়েছিল। তাঁকে সিউড়িতে মহকুমাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিতে হয়। প্রদীপবাবুর অভিযোগ, “কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্যই শনিবার রাতে চম্পা বিবির বাড়িতে তৃণমূল বোমাবাজি করে। তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকিও দেওয়া হয়।” এ দিকে, তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি খানের দাবি, শনিবার রাতে একই সংসদে তাঁদের প্রার্থী নাসিরুল শেখের বাড়িতে কংগ্রেস হামলা চালিয়েছে। বোমাবাজি করে ওই তৃণমূল প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। দু’ দলই পরস্পরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। |