টুকরো খবর
মারা গেলেন সারদা গোষ্ঠীর মহিলা এজেন্ট
সারদা গোষ্ঠীর প্রতারণার বলি হল আরও এক এজেন্ট। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মধুমিতা মৈত্র (২৮) নামে এক সারদা গোষ্ঠীর এজেন্টের দগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে। গত বুধবার মধুমিতাদেবী শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার শ্বশুরবাড়িতেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। সেদিনই তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঘটনাটি আত্মহত্যার। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার জয়ন্ত পাল বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।” মৃতের স্বামী প্রলয় মৈত্রও স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিত্‌সাধীন বলে জানা গিয়েছে। মৃতা এজেন্টের বাবা সমীর চৌধুরী বলেন, “বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ও। বিভিন্ন আমানতকারীর প্রায় ১০ লক্ষ টাকা ওর মাধ্যমে জমা হয়েছিল। এই চাপটাই সে নিতে পারল না।” এলাকার কংগ্রেস নেতা পার্থ সেনগুপ্ত বলেন, “মধুমিতার মতো অবস্থা আর যেন কারও না হয় তার জন্য আমরা আন্দোলন করব।”

ডুয়ার্সে ঘাঁটি গাড়ছেন গুরুঙ্গ
দলীয় সংগঠনকে চাঙ্গা করতে পঞ্চায়েত নির্বাচনের আগে দিন কয়েকের জন্য ডুয়ার্সে শিবির করছে মোর্চা। ১০ জুন থেকে সেই শিবিরে থাকতে পারেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। মোর্চা সূত্রের খবর, সেখান থেকেই কর্মীদের ভোট পরিচালনার ‘প্রশিক্ষণ’ দেবেন তিনি। আগামী ১০ জুন থেকে অনুগামীদের নিয়ে টানা কিছু দিন জয়গাঁতে থাকবেন মোর্চা সভাপতি। দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তথা জিটিএ’র চেয়ারম্যান প্রদীপ প্রধান জানান, মোর্চা সভাপতি ১০ জুন যাবেন জয়গাঁয়। সেখান থেকেই তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাবেন বলে আপাতত স্থির হয়েছে। ২০০৯ বিধানসভা উপনির্বাচন এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কালচিনিতে মোর্চার সমর্থনে উইলসন চম্প্রামারি জয়ী হয়েছিলেন। সম্প্রতি উইলসন তৃণমূলে যোগ দিয়েছেন। এর ফলে ডুয়ার্সের মোর্চা সমর্থকদের মধ্যে অস্বস্তি বেড়েছে। তা সামাল দিতেই গুরুঙ্গ ডুয়ার্সে ঘাঁটি গাড়তে পারেন বলে অনুমান।

দল ছেড়ে কংগ্রেসে
কংগ্রেসের মহিলা প্রার্থীর উপর হামলার অভিযোগে দলবদল করলেন তৃণমূল কিসান কংগ্রেসের ব্লক সম্পাদক-সহ ৬০ কর্মী-সমর্থক। শনিবার হরিরামপুরের পুন্ডরি পঞ্চায়েতে একটি অনুষ্ঠানে ব্লক সম্পাদক মফিদুর রহমানের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা কংগ্রেসে যোগ দেন। গত বুধবার কংগ্রেসের আদিবাসী মহিলা প্রার্থী মাইকো মুর্মুর উপর তৃণমূলের হামলার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া হয়। তার জেরে দলবদল বলে কংগ্রেসের ব্লক সভাপতি রুস্তম আলি জানিয়েছেন। মফিজুর রহমানের দাবি, “হরিরামপুরে তৃণমূল নেতৃত্ব যা করছেন তা মানা যাচ্ছে না। তাই কংগ্রেসে এসেছি।” তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “ভোটের মুখে কংগ্রেস দলবদলের অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের কেউ কংগ্রেসে যোগ দেননি।”

প্রার্থী ‘অপহৃত’
ফরওয়ার্ড ব্লকের এক প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করলেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ। চাকুলিয়ার বস্তাডাঙির ব্যবসায়ী জিয়ায়ুল রহমানের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার কথা। ৩১ মে তিনি পূর্ণিয়ামোড় লাগোয়া এলাকা থেকে নিখোঁজ হন। পুলিশে বিষয়টি জানানো হয়েছে। বিধায়কের কথায়, “ওঁকে কংগ্রেস অপহরণ করেছে বলে জানতে পেরেছি।” জেলা কংগ্রেস নেতা মহম্মদ মুস্তাফা বলেন, “ভিত্তিহীন অভিযোগ। ওই ব্যবসায়ী আত্মগোপন করেছেন।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

শ্লীলতাহানির নালিশ
দরজা ভেঙে ঢুকে মাকে মারধর করে মেয়ের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। শনিবার ভোরে চিঙ্গিশপুরের দুর্গাপুর এলাকার ঘটনা। আহত তরুণী বালুরঘাট হাসপাতালে ভর্তি। দহঘাটের বাসিন্দা ধৃত দীপঙ্কর সরকার তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করছিলেন বলে অভিযোগ। এ দিন ভোরে সে ওই তরুণীর বাড়িতে হামলা করে। অভিযোগ, এ দিন জোর করে ঘরে ঢুকে মেয়ের শ্লীলতাহানি করেন। বাধা দিলে মহিলাকে লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ।

প্রতিবাদে অবরোধ
ব্যারাকপুরে সাংবাদিকদের মারধরের ঘটনার প্রতিবাদ করে শনিবার আলিপুরদুয়ারে করে পথ অবরোধ করল কংগ্রেস। শনিবার সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আলিপুরদুয়ার চৌপথিতে পথ অবোরধ চলে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ দাস বলেন, “ব্যারাকপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে, এদিন পথ অবরোধ করা হয়।”

গাঁজা-সহ গ্রেফতার
২৫ কিলোগ্রাম গাঁজা-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। শনিবার বাড়িভাসার রামনগর কলোনির বাড়ি থেকে বিষ্ণু হালদার নামে ওই গাঁজা পাচারকারীকে ধরা হয়। এ দিন তাকে জলপাইগুড়ি আদালত তোলা হলে জামিন খারিজ হয়ে যায়।

বাস উল্টে জখম ৪০
চাকা ফেটে গাছে ধাক্কা মেরে খাদে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। শনিবার মালদহের হরিশ্চন্দ্রপুরের লক্ষণপুরে ৮১ নম্বর জাতীয় সড়কের ঘটনা। আহতদের চাঁচল ও হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিন জন যাত্রী মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

জমি-বিবাদ, খুন
জমি নিয়ে বিবাদে ভাই এবং ভাইপোর বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। শনিবার বংশীহারীর কাঁটাহার এলাকার ঘটনা। নিহতের নাম ইদ্রিশ আলি (৪৩)।

গ্রেফতার ২ দুষ্কৃতী
লুঠ করা মোবাইলের সূত্রে পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বর্ধমান থেকে সঞ্জয় চক্রবর্তী এবং প্রশান্ত ভদ্র নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও চার দুষ্কৃতীকে ধরতে বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় তল্লাশি চলছে। ৪ জুন রাতে মালদহের বাঁশবেড়িতে এক বৃদ্ধকে খুন করে ডাকাতির ঘটনা ঘটে। নগদ টাকা, গয়না এবং মৃত সুবীর বসুর মোবাইল লুঠ করে দুষ্কৃতীরা। মোবাইলের টাওয়ারের অবস্থান দেখে বর্ধমানে অভিযান চালায় পুলিশ।

পুরনো খবর:
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত
মারা গেলেন স্বাধীনতা সংগ্রামী সুধীর রঞ্জন সাহা চৌধুরী। বয়স হয়েছিল ৯৪ বছর। শনিবার ফালাকাটা শহরের কলেজ পাড়ার বাড়িতে তাঁর মৃত্যু বয়েছে। পরিবারের লোক জানান, তিনি বয়সজনিত রোগে ভুগছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে আসেন।

দেহ উদ্ধার
রেল লাইনের ধার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ডালখোলা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম যোগেন্দ্র বৈঠা (৬০)। তাঁর বাড়ি বিহারের পূর্ব চম্পারণে। পুলিশ দেহটি উদ্ধার করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.