টুকরো খবর
চেন টেনে ট্রেন থামিয়ে গ্রেফতার
ট্রেনে বসা নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা চলছিল। এর জেরে একাধিকবার চেন টেনে ট্রেন থামানো এবং রেল পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার ব্যান্ডেলে দুর্গাপুরগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। রেল পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভাশিস চিরকল্যাণ পাত্র। তিনি ব্যান্ডেলে থাকেন বলে জানিয়েছেন। তাঁর কথাবার্তায় অসঙ্গতি রয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে শুভাশিসবাবু দুর্গাপুর যাওয়ার জন্য ওই ট্রেনের সাধারণ কামরায় ওঠেন। তার পরেই বসা নিয়ে যাত্রীদের সঙ্গে গোলমাল বাধে। দু’বার তিনি চেন টেনে ট্রেন থামান। রেল পুলিশ অবস্থা সামাল দিতে এলে শুভাশিসবাবু তাদের কাজেও বাধা দেন বলে অভিযোগ। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত শুভাশিসবাবু বলেন, “প্রতিদিন ট্রেনের জানলার পাশের একটি আসনে বসে আমি দুর্গাপুরে যাই। এ দিন আসনটি অন্য যাত্রী দখল করে নেওয়ায় আমি প্রতিবাদ জানাই। গোলমালের জন্য ট্রেনের চেন টানি।” রেল পুলিশের এক কর্তা বলেন, “উপযুক্ত কারণ ছাড়াই চেন টেনে ট্রেন দাঁড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে দন্ত চিকিত্‌সক এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলে দাবি করেছেন। যদিও কোনও সঠিক প্রমাণপত্র দেখাতে পারেননি।”

আলু কেনায় দুর্নীতি, ধৃত ২
সরকারি সহায়ক মূল্যে চাষিদের আলু কেনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন আরামবাগের নৈসরাই গ্রামের দ্বারকেশ্বর কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর সম্পাদক এবং এক ডিরেক্টর। হুগলি জেলা সমবায় সমূহের সহকারী নিবন্ধক বিজয় হালদারের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে গ্রেফতার করা হয় সম্পাদক স্বপন কারফা এবং অন্যতম কর্মকর্তা তথা সিপিএম নেতা মোজাম্মেল হোসেনের ভাই মোসারফ হোসেনকে। বাকি চার অভিযুক্ত পরিচালন কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ সভাপতি দীপক গুপ্ত, সুকদেব দাস ও সত্যনারায়ন দানা পলাতক বলে পুলিশ জানায়। এর আগে ওই সমবায়ে দুর্নীতির তদন্ত করে সমবায় দফতর। তদন্তে তদন্তে ধরা পড়ে, মাস্টার রোলে নাম থাকা অনেক চাষী আদৌ আলু বিক্রি করেননি। কিছু চাষীর সই মেলেনি। মোজাম্মেল হোসেন বলেন, “আলু কেনায় কোনও গরমিল হয়েছে বলে আমার জানা নেই। তৃণমূল মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছে।”

শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ১ নম্বর সেক্টরের একটি কারখানায়। মৃতের নাম অমিত রায় (৩০)। তাঁর বাড়ি হুগলির শ্রীরামপুর এলাকায়। অমিতবাবু একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। শনিবার সকালে সাড়ে ১০টা নাগাদ কারখানা লাগোয়া একটি ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পুলিশ জানিয়েছে, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

শ্লীলতাহানি, ধৃত স্বাস্থ্যকর্মী
অন্তঃসত্ত্বা মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে বসিরহাট মহকুমার মিনাখাঁ গ্রামীণ হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে শুক্রবার ধরল পুলিশ। অভিযুক্তের নাম মানস রাউত। বাড়ি জগদ্দলের সিঁথিরপাড়ায়। মিনাখাঁর মালঞ্চের বালিগৌড়ি গ্রামের বাসিন্দা এক মহিলা শুক্রবার সকালে তাঁর স্বামীকে নিয়ে মিনাখাঁ হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য যান। মানসবাবু স্বামীকে বাইরে বসতে বলে মহিলাকে রক্ত পরীক্ষার জন্য ঘরে নিয়ে যান। সেখানেই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই অভিযোগে সেখানে বিক্ষোভ হয়।

খুলি উদ্ধার
পুকুর থেকে উদ্ধার হল হাড়গোড় এবং মাথার খুলি। শনিবার দুপুরে পাঁচলার নয়াচক এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে নয়াচক যদুনাথ হাই স্কুলের পাশের পুকুরে দুপুরে স্নান করছিল কয়েকটি বাচ্চা। সেই সময় তারা জলের কিছু হাড়গোড়ের ও একটি মাখার খুলির সন্ধান পায়। হাড়গোড়ের সঙ্গে উদ্ধার হয় বালা, নাইলনের প্যান্ট। স্থানীয় বাসিন্দারা সেগুলি দেখে সনাক্ত করেন যে কঙ্কালটি অষ্টপদ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দার। ২০০৯ সাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রবিবার সেগুলি ময়নাতদন্তে পাঠানো হবে।

পথ দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বাগনানের খালোর-চাঁদনি মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উজ্জল মুখোপাধ্যায় (২২)। বাড়ি শ্যামপুরের নাউলে। এদিন বাড়ি থেকে সাইকেলে বাগনানের দিকে আসছিলেন তিনি। বাগনানের ওই মোড়ের কাছে শ্যামপুরগামী একটি লরি তাকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

বসিরহাটে ছিনতাই
সাহায্যর কথা বলে এক মাঝবয়সী মহিলার কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটল বসিরহাটের মথুরাপুর গ্রামে। শুক্রবার রাতের ঘটনা। শুক্রবার রাতে স্থানীয় খোলাপোতা বাজার থেকে ফিরছিলেন রানু দত্ত। উত্তর মথুরাপুরের বড় পুকুরের পাশে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। রানুদেবী বলেন, “একটি ছেলে আমাকে ডেকে বলে, ‘মাসিমা, আপনাকে কী এগিয়ে দিতে হবে?’ ঘাড় ঘোরাতেই আমার কানের সোনার দুল ছিঁড়ে নিয়ে পালায়। আমার কানের লতিও কেটে গিয়েছে।” পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তল্লাশি শুরু করেছে পুলিশ।

বারাসতে বাড়িতে ঢুকে হার ছিনতাই
বাড়িতে ঢুকে বৃদ্ধার হার ছিনতাই করে পালাল এক দুষ্কৃতী। শনিবার, বারাসতের রথতলায়। এই ঘটনায় ফের বেআব্রু হয়ে পড়ল বারাসতের নিরাপত্তাহীনতার ছবিটা। পুলিশ সূত্রের খবর, রথতলার বাসিন্দা মায়ারানি পালের বাড়ির গ্রিলের গেট খোলা পেয়ে এক দুষ্কৃতী বাড়িতে ঢুকে ওই বৃদ্ধার গলা থেকে হার ছিনিয়ে নেয়। এমন সময়ে মায়ারানির স্বামী তুষার পাল ওই দুষ্কৃতীকে ধরে ফেললে সে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে চম্পট দেয়। ধাক্কার চোটে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তুষারবাবু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

যুবকের দেহ উদ্ধার
গঙ্গায় তলিয়ে যাওয়া বেসু-র প্রাক্তন ছাত্র প্রমিত মণ্ডলের (২৬) দেহ মিলল। শনিবার, বিদ্যাসাগর সেতুর নীচ থেকে। শুক্রবার তিনি বন্ধুদের সঙ্গে বটানিক্যাল গার্ডেনের পাশে গঙ্গায় নেমেছিলেন। কলকাতা রিভার ট্রাফিক পুলিশ তাঁকে উদ্ধার করে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.