মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বুধবার আরামবাগের মহকুমাশাসকের দফতরের সামনে প্রহৃত হয়েছিলেন খানাকুল-২ ব্লকের কংগ্রেস সভাপতি আশরফ হোসেন চৌধুরী। বর্তমানে তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই হামলা চালিয়েছে বলে শুক্রবার হুগলির পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। পুলিশ জানায়, অভিযোগের তদন্ত হবে। কংগ্রেসের তোলা অভিযোগ মিথ্যা দাবি করে আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “আজগুবি গল্প ফাঁদছে কংগ্রেস। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে দলের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয়নি।” এ দিন হাসপাতালে দলীয় নেতাকে দেখতে যান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, দলের জেলা সভাপতি দিলীপ নাথ প্রমুখ। আশরফ হোসেনের অভিযোগ, “সে দিন মহকুমাশাসকের অফিসের কাছে পৌঁছতেই তৃণমূূলের ছেলেরা একটি গাড়িতে আমাকে তুলে নিয়ে মারধর, লাঠিপেটা করে। পরে রাস্তাতে ফেলে পেটায়। হাতে সিগারেটের ছ্যাঁকাও দেয়। কোনও মতে ওদের হাত ছাড়িয়ে তারকেশ্বরের বাসে উঠে পড়ি। আমি মনোনয়ন জমা দিতে পারিনি।”
|
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে আমতা থানার মুক্তিরচকে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অবনী গায়েন (৪৬) এবং জগাই গায়েন (৩৫)। বাড়ি ওই এলাকায়। শুক্রবার বিকেলে ঝড়বৃষ্টির সময়ে মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে তাঁদের মৃত্যু হয়। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
স্টেশনের পাশে বোমা পড়ায় আহত হলেন দু’জন। শুক্রবার রাত ৯টা নাগাদ শ্রীরামপুর স্টেশনের ঘটনা। আহতদের শ্রীরামপুর ওয়াল্শ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকালে শহরের পটুয়াপাড়ায় নির্মীয়মাণ আবাসনের সামনেও বোমা পড়ে।
|
বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন বেসুর এক প্রাক্তন ছাত্র। শুক্রবার, শিবপুর বটানিক্যাল গার্ডেন ঘাটে। মৃত প্রমিত মণ্ডলের (২৬) বাড়ি বাঁকুড়ায়। বেসু থেকে পাশ করলেও বটানিক্যাল গার্ডেনের কাছে নস্করপাড়ায় পেয়িং গেস্ট হয়ে থাকতেন। সঙ্গে থাকতেন বেসুর তিন ছাত্রও। পুলিশ জানায়, এ দিন তাঁদের সঙ্গে গঙ্গায় যান প্রমিত। তখন জোয়ার ছিল। এ ছাড়া, একটি জাহাজ যাওয়ায় জলোচ্ছ্বাস হলে ধাক্কায় তলিয়ে যান প্রমিত। ডুবুরি নামিয়ে তল্লাশি হলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। এ দিনই গঙ্গা নদীর ইন্দিরা ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) দেহ মেলে। পুলিশ জানায়, মৃতদেহে কোনও ক্ষতচিহ্ন মেলেনি।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে গোঘাটের শান্তিপুর মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম তপন মালিক (৪৬)। বাড়ি লস্করপুর গ্রামে। তিনি বদনগঞ্জ-আরামবাগ রোড ধরে শান্তিপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে একটি গাড়ি বাইকে ধাক্কা মারে। আটক করা হয়েছে গাড়িটি। |