শ্রমিকের দেহ নিয়ে ক্ষোভ, তদন্তের দাবি আদিবাসীদের
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ভিন রাজ্য থেকে যুবকের কফিনবন্দি দেহ ফিরতেই আদিবাসীদের বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়াল। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার নাজিরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানাচ্ছে, এদিন সকাল থেকে বিকাল অবধি দেহ নিয়ে আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষেরা তির, ধনুক, বল্লম নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, যুবকের মৃত্যুর সঠিক কারণ প্রশাসনের তরফে না জানানো অবধি তারা দেহ ছাড়বেন না। বিকেল ৫টা নাগাদ তপন থানার ওসি জয়ন্ত দত্ত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি হেমব্রম (২৫)। স্থানীয় নাজিরপুর গ্রামের বাসিন্দা ওই যুবক এক মাস আগে আগ্রায় কারখানা শ্রমিকের কাজ করতে যান। গত সোমবার সেখানে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত যুবকের স্ত্রী কাজলীদেবীর অভিযোগ, “আগ্রা থেকে ওর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য জানানো হয়েছে।” তিনি তপন থানায় অভিযোগ দায়ের করে জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের তরফে জানানো হয়, বাড়ি ফেরার সময় ট্রেনে স্বামী মারা যান। আবার সঙ্গীদের কাছ থেকে খবর পান, কারখানাতে কাজ করার সময় তাঁর মৃত্যু হয়। ওই যুবকের দেহ নাজিরপুর এলাকায় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। জয়ন্তবাবু অবশ্য বলেন, “দেহের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার চিকিৎসকের দেওয়া রিপোর্টে যুবকের স্বাভাবিক মৃত্যুর কথা লেখা রয়েছে। তবে তদন্ত হচ্ছে।”
|
গোলমাল নিয়ন্ত্রণে রবার বুলেট, তাড়া করে এসে মার ইসলামপুরে
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর থানার আলিনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, বিহারের পাহারকাটা থানার খেজুরবাড়িতে বাইকের ধাক্কায় এক বৃদ্ধ আহত হন। বৃদ্ধকে বাইকে ধাক্কা দেওয়ার অভিযোগে এক যুবককে ওই এলাকা থেকে তাড়া করে এসে ইসলামপুর অলিগঞ্জ এলাকাতে মারধর শুরু করেন উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য লক্ষ্য করেও ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশকে তিন রাউন্ড রবার বুলেট ছুঁড়তে হয়। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “বিহারের গোলমালের জের ইসলামপুর শহরের অলিগঞ্জ এসে পৌঁছায়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। এতে কয়েকজন পুলিশ কর্মী আহত হন। মৃ৩ রাউন্ড রবার বুলেট চালাতে হয়েছে।” ঘটনায় যুক্ত সন্দেহে পাঁচজনকে পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রের খবর, বিহারের বাসিন্দা ওই বাইর আরোহী যুবক মহম্মদ তাহিরকে উত্তেজিত বাসিন্দাদের একাংশ ধরে মারধর করে ফের বিহারে নিয়ে যান। বিহার পুলিশ তাঁকে উদ্ধার করে এনে ইসলামপুর হাসপাতালে এনে ভর্তি করায়।
|
তৃণমূল থেকে ৩০০
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
তৃণমূলের ৩০০ সমর্থক তাঁদের দলে যোগ দিয়েছে দাবি করল কংগ্রেস। শুক্রবার ইসলামপুরের পন্ডিতপোতা ২ এলাকায় ঘটনাটি ঘটে। কংগ্রেসের ইসলামপুর ব্লক সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য কানাইয়ালাল অগ্রবাল জানান, এতে তাঁদের সংগঠন মজবুত হল। রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন। “অনেকেই ভোটে দাঁড়াতে চাইছেন। আমরা সবাইকে টিকিট দিতে পারব না। তাঁদের কেউ কেউ অন্য দলে যেতেই পারে। আমাদের কোনও কর্মী যায়নি বলে জানি। বিষয়টি দেখছি।”
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চাকুলিয়ার কানকি এলাকায়। মৃতের নাম অজিত মন্ডল (৩৬)। বাড়ি রামকৃষ্ণপুরে। এ দিন সকালে বাড়ির লোকজন ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতের অনেক টাকা ঋণ রয়েছে। সব খতিয়ে দেখছে পুলিশ।
|
ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন এক যুবক। শুক্রবার সকালে ইসলামপুর থানার আলুয়াবাড়ি এলাকাতে ঘটনাটি ঘটে। রেল পুলিশ সূত্রে খবর, আহত ওই যুবকের নাম কালু মহম্মদ। বাড়ি নেপালের চন্দ্রগুড়ি সাত এলাকায়। রাধিকাপুর ডিএমইউ ট্রেনে করে শিলিগুড়ি যাওয়ার পথে আলুয়াবাড়ি স্টেশন সংলগ্ন এলাকাতে তিনি কোনও ভাবে ট্রেন থেকে পড়েন।
|
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের সরকারি বই শুক্রবার সরবরাহ করা হল। জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক সুবল সাহু রায়গঞ্জের কর্ণজোড়ায় নিজের দফতরে ডেকে পাঠিয়ে স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের হাতে ২৮০টি পাঠ্যপুস্তক তুলে দেন। |