বৃষ্টি শুরু হতেই ছোটাছুটি শুরু। বৃষ্টির হাত থেকে বাঁচতে কেউ ঢুকে পড়লেন ক্যান্টিনে, কেউ গাছতলায় দাঁড়িয়ে রুমাল দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করলেন। কয়েক জনকে ঢুকে পড়তে দেখা গেল বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির দফতরে। শুক্রবার দিনভর ৩০ জন পুলিশকর্মী এ ভাবেই বিব্রত হলেন রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে। এক পুলিশকর্মীর আক্ষেপ, “পুলিশ সবার নিরাপত্তার কথা ভাবে। পুলিশের কথা কেউ ভাবেন না।”
|
পঞ্চায়েত ভোট দোরগোড়ায়। এই সময় সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। অথচ সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়া ২ সন্দেহভাজনকে শুক্রবার বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আলতাব হোসেন ও আওলাদ হোসেন নামে দুই ধৃতরা দাবি করেছে, তাঁরা হিলি সীমান্ত দিয়ে চোরাপথে ঢুকেছিল।
|
বক্সা পাহাড়ে তৃণমূল প্রার্থী দিল। রাজাভাতখাওয়া পঞ্চায়েতের অধীন বক্সার আসনটি তপসিলি জাতি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। ১৯৯৮ সালে পঞ্চায়েত নির্বাচন চালুর পরে বক্সা পাহাড়ের আসন আরএসএপির ছিল। কালচিনির নির্দল বিধায়ক উইলসন চম্প্রমারি বলেন, “পাহাড়ে সংগঠন গড়ে উঠছে। তাই এ বার বক্সা পাহাড়ে ভোটে আমরা প্রার্থী দিলাম।”
|
প্রার্থী বেঁকে বসলেন। তালিকায় নাম ঘোষণার পরেও বদলাতে হল জলপাইগুড়ি জেলা সিপিএমকে। মেরি ওঁরাওকে মেটেলি আসনে প্রার্থী করা হয়। তিনি চাকরির কারণে বেঁকে বসেন। বদলে বাতাবাড়ি চা বাগানের শ্রমিক সুমি চারের নাম ঘোষণা হয়। |