হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবারের ঘটনা। হাসপাতাল সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সীতারাম ওঁরাও (৪২)। তাঁর বাড়ি নাগরাকাটায়। মেডিক্যাল কলেজ সুপার সব্যসাচী দাস বলেন,“ সীতারাম পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে নিজেই ছুটি চেয়ে বন্ডে সই করে বাড়ি চলে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর ছেলে ছিল। তাঁকে ফের কিছুক্ষণ পরে ফিরিয়ে নিয়ে আসা হয়। তখন তাঁকে পরীক্ষা করলে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েও তিনি মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” রোগীর আত্মীয়দের একাংশের অভিযোগ দীর্ঘক্ষণ দেহটি রোগী সহায়তা কেন্দ্র সংলগ্ন এলাকায় পড়ে থাকলেও বহুক্ষণ কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
|
ডুয়ার্স জুড়ে বিদ্যুৎ বিভ্রাট
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ঘনঘন লোডশেডিং-এ দাপটে জেরবার ডুয়ার্সের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ফালাকাটা, ধূপগুড়ি গয়েরকাটা-সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে ঘনঘন লোডশেডিং-এ জেরবার বাসিন্দারা। তাঁরা জানান, গত সোমবার থেকে বিকল ট্রান্সফর্মারের কারণে গয়েরকাটায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। গত বুধবার ট্রান্সফর্মার পাল্টাতে গেলে কর্মীদের সঙ্গে বাসিন্দার বচসা হয়। জলদাপাড়া লাগোয়া বন উন্নয়নের মালঙ্গি পর্যটন আবাসে দশ দিন ঘনঘন লোডশেডিং চলতে থাকায় নাকাল পর্যটকেরা। বন উন্নয়ন নিগমের জেনারেটর দিনে তিন ঘণ্টার বেশি চালানো হচ্ছে না বলে অভিযোগ। বিদ্যুৎ বন্টন কোম্পানির জেলা বাস্তুকার মৃগাঙ্কমৌলি দে বলেন, “এ দিন থেকে বিদ্যুৎ স্বাভাবিক।”
|
নেতাজী গার্লসে বিজ্ঞান বিভাগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নেতাজী গালর্স হাইস্কুলে চালু হল বিজ্ঞান বিভাগ। চলতি শিক্ষাবর্ষ থেকেই বিজ্ঞান বিভাগে মোট পাঁচটি বিষয় নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে এ বারের মাধ্যমিক পাশ করা ছাত্রীরা। এ কথা জানান প্রধান শিক্ষিকা সুকৃতী দাস। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রয়োজনীয় অনুমোদন কয়েকদিন আগেই এসে পৌঁছেছে। আপাতত গণিত, পদার্থ বিদ্যা, রসায়ন, ভূগোল ও জীব বিদ্যা নিয়ে পড়ার সুযোগ পাবে ছাত্রীরা। ২৫ জুন থেকে ভর্তি শুরু হবে। প্রয়োজনীয় গবেষণাগারের পরিকাঠামোও তৈরি আছে বলে সুকৃতীদেবী জানিয়েছেন।
|
বিক্ষোভের ডাক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাজ্যব্যাপী দাবী সপ্তাহ পালন কর্মসূচির অঙ্গ হিসেবে ১০জুন শিলিগুড়ি পুরসভায় বিক্ষোভের ডাক দিল আইএনটিইউসি সমর্থিত শিলিগুড়ি পৌর কর্মচারী কংগ্রেস। থাকার কথা দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার ও আইএনটিইউসির জেলা সভাপতি অলক চক্রবর্তীরও। জানান পৌর কর্মচারী কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন দাস রায়।
|
জেলে আঁকার ক্লাশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শুক্রবার আলিপুরদুয়ারের বিশেষ সংশোধনাগার এক দিনের আঁকার কর্মশালা হয়। ওই সংশোধনাগারের সুপার স্বপন কুমার ঘোষ জানান, কলকাতার ওই সংগঠনটির উদ্যোগে কর্মশালাটি হয়। ২৩ পুরুষ বন্দি ও ৩ মহিলা বন্দিকে আঁকা শেখানো হয়।
|
পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার জয়গাঁর তোর্সা চা বাগানে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতের বয়স ৩০-৩৫ বছর। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। |