মোর্চার জোটসঙ্গী জন বার্লার নেতৃত্বাধীন আদিবাসী সংগঠনের সঙ্গে আসন সমঝোতার জন্য বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। দলীয় সূত্রের খবর, শুক্রবার জন বার্লা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর শিলিগুড়ির বাড়িতে বৈঠক করেন। সন্ধ্যায় জন বার্লা দাবি করেন, জলপাইগুড়ি জেলা পরিষদের ৩৭টি আসনে তৃণমূলের সঙ্গে জোট করে প্রার্থী দেওয়া হবে। আর গ্রাম পঞ্চায়েত স্তরে মোর্চার সঙ্গেও জোট করা লড়াই করা হবে। তৃণমূলের তরফে অবশ্য জোটের বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন ভৌমিক বলেন, “জন বার্লাদের সঙ্গে আলোচনা হয়েছে। ডুয়ার্সের ব্লক স্তরে তাঁদের সাংগঠনিক শক্তি কোথায় কেমন রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে জেলা পরিষদের আসনে জন বার্লাদের জোট চূড়ান্ত হয়েছে তা বলা যাচ্ছে না।”
১৩ এপ্রিল মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক সফরের সময় তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে জোট নিয়ে বৈঠক করেছিলেন জন বার্লা। এরপর তৃণমূলের তরফে ইতিবাচক সাড়া না পেয়ে চলতি সপ্তাহেই জোট হচ্ছে বলে জানিয়েছিলেন ওই আদিবাসী নেতা। এর মধ্যে আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গেও তৃণমূলের আলোচনা চলতে থাকে। জন বার্লার এদিনের দাবিকে গুরুত্ব দিতে নারাজ পরিষদ নেতারা। পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, “জন বার্লা একদিকে মোর্চার হাত ধরে অন্যদিকে তৃণমূলের সঙ্গে কীভাবে জোটের কথা বলছেন তা বুঝতে পারছি না। জন বার্লারা আদিবাসী সমাজের প্রতিনিধি নন। তৃণমূলের নেতারাও বিষয়টি বুঝে গিয়েছেন বলে মনে করি। বিন্দুমাত্র চিন্তিত নই। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” |