নোবেল প্রাপ্তির শতবর্ষ উপলক্ষে সুরধনী সাহিত্য গোষ্ঠী এবং ভারতীয় সংস্কৃতি পরিষদ-এর যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। বিধায়ক সুখবিলাস বর্মা প্রতিকৃতিতে মালা পরান। কবি শ্যামল সরকারের কাব্যগ্রন্থ ‘লোনা স্বাদ’ ও বরেন রায় সম্পাদিত ‘বরেন্দ্রভূমি’-র আনুষ্ঠানিক প্রকাশ হল অনুষ্ঠানে। হাজির ছিলেন দেবাশিস ঘোষ, বীরেন্দ্রপ্রসাদ বসু, উমেশ শর্মা, মানিক সান্যাল, সুকান্ত ভৌমিক, অসীম সরকার প্রমুখের মতো স্থানীয় বিশিষ্ট জনেরা। এ ছাড়া ছড়াকার লক্ষ্মণ কর্মকার ও নাট্যকার নগেন্দ্র বর্মনকে সংবর্ধনা দেওয়া হয়।
|
শুক্রবার দুপুরে মৃত্যু হল বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সমর চৌধুরীর। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যকালে বয়স হয়েছিল ৭৮। সমরবাবুর লেখা একাধিক নাটক আকাশবাণীতে প্রচারিত হয়েছে। তাঁর লেখা নাটক মঞ্চস্থ করে জলপাইগুড়ির আর্যনাট্য সমাজ ‘দিশারি’ পুরস্কার পায়। নাটক নাটকের চিত্রনাট্য তৈরি করা, নাটক পরিচালনা করেন তিনি।
|
বিভাগটি পঞ্চায়েত ভোটের পরে ফের প্রকাশ করা হবে |
দিল্লি, জয়পুর, আগ্রার পরে নিজের ভাবনা ক্যানভাসে নিয়ে শিলিগুড়িতে সানিয়া অগ্রবাল। উত্তরপ্রদেশের নয়ডার একটি কলেজের থেকে ফাইন আর্টসের স্নাতক সানিয়া শিলিগুড়িতে প্রথম প্রদর্শনী। ৫-১০ জুন সেবক রোডের একটি ভবনে সকাল ১১টা থেকে রাত্রি ৮টা প্রদর্শনী চলবে।
|
বালুরঘাটে ছন্দম ৩৩ বছর পূরণ করল। রবীন্দ্রভবনে বর্ষপূর্তির একটি অনুষ্ঠানও করেছে ছন্দম। উদ্বোধন হয় ‘আন্দাজ-ই-কথকি’ গণেশ বন্দনায়। ছিল রবীন্দ্রনৃত্য ও গজলের অনুষ্ঠান। |