মনোনয়ন জমা দেওয়ার পরে প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটপুকুর গ্রামে। সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থী মাতাবুদ্দিন মোল্লাকে অপহরণ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এ বিষয়ে শুক্রবার পুলিশের দ্বারস্থ হয় অপহৃতের পরিবার। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরে নিজেই বাড়ি ছাড়া হয়েছেন ওই সিপিএম প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই গণ্ডগোল শুরু হয়েছে হাড়োয়াতে। আটপুকুর, আমতা, খাটরা, নান্টুরহাটি-সহ কয়েকটি গ্রামে রাজনৈতিক সংঘর্ষে আহতও হয়েছেন বেশ কয়েক জন। সংঘর্ষ বাঁধানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আটপুকুরে সিপিএম প্রার্থী মাতাবুদ্দিন মোল্লার বাড়িতে বোমা পড়ে। অভিযোগ, তৃণমূলের সশস্ত্র বাইক বাহিনী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁকে অপহরণের পরে স্থানীয় আরও কয়েক জনের বাড়িতে ভাঙচুর চালায় ওই দুষ্কৃতীরা। বাধা দিতে এলে মারধর করা হয় মহিলাদেরও।
অন্য দিকে তৃণমূলের অভিযোগ, আটপুকুর করঞ্জতলা এলাকায় তাদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন তুলে নেওয়ার জন্যে হুমকি দিচ্ছে সিপিএমের বাইক-বাহিনী।
সন্দেশখালির জয়গোপালপুর গ্রামে সিপিএমের স্বপন দাসকে মারধর করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। শুক্রবার সকালে কিছু দুষ্কৃতী স্বপনবাবুকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের হয়। বৃহস্পতিবার দুপুরে বাসন্তীর তিতকুমারে সিপিএম-তৃণমূল সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুই দলের ৮ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে ভাঙড়ের খুনিমেখিতে সিপিএম প্রার্থী গীতা মণ্ডলের বাড়ি বোমা মারা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে বাসন্তীর আমঝাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী সাফা আলি মোল্লার ভাই সিরাজুল মোল্লাকে তাজা বোমা ও বোমা তৈরির মশলা-সহ গ্রেফতার করা হয়। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |