বাড়ির পাশে মাঠের মধ্যে বছর ছ’য়েকের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাকদহের চৌগাছা এলাকার ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে অভিযুক্তকে। অভিযোগ, শাসক দল ওই যুবককে ছিনিয়ে নেয়। পালিয়ে যেতে সাহায্য করে। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক নিলীমা নাগের দাবি, “অভিযুক্ত যুবক আমাদের দলের কেউ নয়। আমরা তার গ্রেফতার চাইছি।” কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।”
|
সিপিএমের দলত্যাগী প্রধানকে পঞ্চায়েত ভোটে প্রার্থী করল কংগ্রেস। দুর্নীতির অভিযোগ তুলে দিন দুয়েক আগে কংগ্রেসে ভেড়েন নওদা পঞ্চায়েতের সিপিএমের প্রধান গৌতম হালদার। কংগ্রেস কালবিলম্ব না করে তাঁকে গ্রাম পঞ্চায়েতে দাঁড় করিয়েছে। এ প্রসঙ্গে নওদা জোনাল কমিটির সম্পাদক শমিক মণ্ডল বলেন, “দুর্নীতি জড়িয়ে পড়ায় দল ওই প্রধানকে বরখাস্ত করেছে। কংগ্রেস দুর্নীতিকে প্রশয় দেয়। তাই তাকে পঞ্চায়েতে টিকিট দিল।” কংগ্রেসের নওদা ব্লকের সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাস বলেন, “সিপিএমের অন্যায়ের সঙ্গে আপোস না করে দল ছেড়েছেন গৌতমবাবু। আমরা তাঁকে টিকিট দিয়েছি।”
|
বছর নয়েকের এক বালককে শুক্রবার সন্ধ্যায় শান্তিপুর স্টেশন-সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নাম-ঠিকানা জানতে চেয়ে যুৎসই উত্তর না পেয়ে তাকে তুলে দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশের হাতে। পুলিশ বাচ্চাটিকে ‘চাইল্ড লাইন’-এর কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুটির নাম বিশ্বকর্মা সিংহ। তার বাড়ি কোথায়, খোঁজ করছে পুলিশ।
|
বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার সন্ধ্যায় সালারের কান্দরা উত্তরপাড়ায় মরু মাজি (২৮) নামে এক যুবকের। অন্য দিকে, নওদার মুক্তারপুরে ভাসান মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
|
গেট ভেঙে শুক্রবার ভোরে মন্দিরে হানা দিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। আজিমগঞ্জের ওই জৈন মন্দিরের চাঁদি ও অষ্টধাতু নির্মিত দু’টি মূর্তি, তিনটি মূর্তির চাঁদির পোশাক, সিংহাসন-সহ অনেক জিনিস লুঠ হয়েছে।
|
বৃহস্পতিবার রাতে বাজিতপুর থেকে ১৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বহরমপুরগামী একটি লরি আটকে ওই গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক। |