টুকরো খবর |
পথ দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। গুরুতর জখম এক জন। বৃহস্পতিবার হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের মহিষাদলের গোপালপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মোটর বাইকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ওই ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন নন্দকুমারের হরিপুরের বাসিন্দা প্রসেনজিৎ সাউ (২৪), সুশান্ত সামন্ত (২২) ও মহিষাদলের মাশুড়িয়ার বাসিন্দা বিভাস মণ্ডল (২৫)। জখম মারুতির চালক সুতাহাটার বাসিন্দা মন্টু খাঁড়ারকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকতায় নিয়ে য়াওয়া হয়। এ দিন রাত এগারোটা নাগাদ নন্দকুমার থেকে মহিষাদলের লখ্যায় দাদার আলমারি কারখানার দিকে মোটর বাইকে করে যাচ্ছিলেন প্রসেনজিৎ ও তাঁর বন্ধু সুশান্ত। সেই সময় গোপালপুর মোড়ের কাছে বন্ধু বিভাসের সঙ্গে দেখা হলে তাঁরা তিন জনে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
|
বধূ নির্যাতনে গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
টাকার দাবিতে বধূকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী ও দেওর। শুক্রবার সুতাহাটার পুলিশ স্বামী রবিলাল দাস ও দেওর লক্ষ্মণ দাসকে গোবিন্দপুর থেকে গ্রেফতার করে। ধৃতদের এ দিন হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত ২১ মে তৃপ্তি দিন্দা দাস তাঁর স্বামী ও দেওড়ের বিরুদ্ধে সুতাহাটা থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই ফেরার ছিলেন অভিযুক্ত স্বামী ও দেওর। বছর তিনেক আগে তৃপ্তিদেবীর সঙ্গে বিয়ে হয় রবিলালের। পরে মাস ছয়েক আগে ফের গোপনে অন্য একটি বিয়ে করেন রবিলাল। সে কথা তৃপ্তি জেনে ফেলায় স্বামী ও দেওর তাঁকে মারধর করত বলে অভিযোগ। এর পর টাকা নিয়ে আসার দাবিতে নন্দকুমারে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তৃপ্তিদেবীকে। বৃহস্পতিবার গ্রামের পুজো উপলক্ষে টাটানগর থেকে সুতাহাটায় আসে পলাতক রবিলাল ও লক্ষ্মণ। গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
|
কৃতীকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
উচ্চ মাধ্যমিকে রাজ্যের সংখ্যালঘু মেধা তালিকায় নবম হওয়ায় কাঁথির কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের ছাত্র রাসেল খানকে সংবর্ধনা দিল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন কমিটি। রাসেল পেয়েছে ৪৪৬। বিষয়ভিত্তিক নম্বর হল বাংলা ৮২, ইংরাজি ৮৫, ভূগোল ৯২, জীববিজ্ঞান ৯৬ ও পুষ্টিবিজ্ঞান ৯১। আগামী দিনে ইংরাজি নিয়ে পড়ে অধ্যাপক হতে চায় সে। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত রায়ের কথায়, “রাসেল ছাড়াও স্কুলেরই ছাত্র সায়ন প্রামাণিক এ বারের উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম হয়েছে।”
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালুর দাবিতে শুক্রবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে মারিশদার বিদ্যুৎ গ্রাহক কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হল। এর নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা। পরে ওই কেন্দ্রের আধিকারিকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। কর্তৃপক্ষের তরফে কয়েক দিনের মধ্যেই ট্রান্সফর্মার বসিয়ে পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গাড়ি চালকের ঝুলন্ত দেহ উদ্ধার করল রামনগর থানার পুলিশ। মৃতের নাম টিঙ্কু মণ্ডল (২৬)। বৃহস্পতিবার কলকাতা থেকে তিনি একদল পর্যটককে নিয়ে মন্দারমণির এক হোটেলে আসেন। টিঙ্কুবাবুর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। |
|