তিন বছরেও অসম্পূর্ণ সেতু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
২০১০ সালে কাজ শুরু হয়েছিল সেতুর। এখনও তা শেষ হয়নি। এত দিন নদীখাত দিয়েই চলাচল করত মানুষ, পার হত গাড়ি। সাম্প্রতিক বৃষ্টিবাদলার জেরে নদীগর্ভ ভরায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়েছে। নারায়ণগড় ব্লকের মকরামপুর থেকে সবংয়ের তেমাথানি যাওয়ার রাস্তার মাঝে কপালেশ্বরী নদীর উপর সেতুর কাজ না হওয়ায় অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে।
কেন তিন বছরেও সেতুর কাজ শেষ হয়নি? |
পড়ে রয়েছে অসমাপ্ত সেতু।—নিজস্ব চিত্র। |
প্রশাসন সূত্রে খবর, সেতু নির্মাণের কাজে প্রথম থেকেই ঢিলেমি ছিল। এর জেরে ক্রমশ দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর। তাই লাভ কমার কারণে ঠিকাদার সংস্থাটি দেরি করছে বলে খবর। কিন্তু সময় যত পার হবে ততই জিনিসপত্রের দাম আরও বাড়বে। তখন আদৌ কী ঠিকাদারি সংস্থাটি কাজ করবে? জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, “ঠিকাদার সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। পুজোর পরেই ওরা কাজটি শেষ করে দেবে বলে জানিয়েছে।”
নারায়ণগড়ের সঙ্গে সবংয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কপালেশ্বরী নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০০৯ সালে। ২০১০ সালে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (আরআইডিএফ) অর্থে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। আনুমানিক ব্যয় ধরা হয় ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। যদিও ঠিকাদার সংস্থা তার থেকে প্রায় ৭ শতাংশ কমে কাজটি নেয়। ২০১০ সালের ১৫ জুন সেতু নির্মাণের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়। তখন বর্ষাকাল হওয়ায় অবশ্য কাজ শুরু করেনি সংস্থাটি।
শুরু হয় পুজোর পর। অথচ, প্রায় তিন বছর পেরিয়ে গেলেও সেতুটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এখনও তিনটি ডেক তৈরি হয়নি। বাকি রয়েছে সংযোগকারী রাস্তা নির্মাণের কাজও।
|
পুরনো খবর: ঠিকাদার গররাজি, সবংয়ে সেতু নির্মাণের কাজে শুরুতেই ধাক্কা |
|