দক্ষিণ কলকাতা: গড়িয়া সোনারপুর
খাল রুদ্ধ
প্রতিশ্রুতির ঢেউ
ফি বছরের মতো এ বারও বর্ষার পরে খাল সংস্কার নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছে সেচ দফতর। ফলে এ বর্ষাতেও ভাসতে হবে, আশঙ্কা রাজপুর-সোনারপুর এবং বারুইপুরের পুর ও গ্রামীণ এলাকার বাসিন্দাদের।
গড়িয়া, সোনারপুর এবং বারুইপুর এলাকার নিকাশি ব্যবস্থা রেনিয়া, কেওড়াপুকুর, টলিনালা, আদিগঙ্গা, টিপি ক্যানাল এবং সুতি খালের উপরে নির্ভরশীল। কিন্তু কচুরিপানা ও বর্জ্যে এ সব খাল কার্যত রুদ্ধ। কোথাও কোথাও খালের উপরেই গজিয়ে উঠেছে বসতবাড়ি, দোকান।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর গরমের সময়ে শোনা যায় খাল সংস্কারের কথা। কিন্তু এক বর্ষা পেরিয়ে আর এক বর্ষা চলে এলেও খাল আর পরিষ্কার হয় না। ফি-বর্ষায় এই সব এলাকার প্রায় কয়েক লক্ষ বাসিন্দাকে অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হয়। জমা জলের জন্য বর্ষায় জলবাহিত রোগের প্রকোপও বাড়ে।
স্থানীয় বাসিন্দা মধুজা রায়ের কথায়: “এই এলাকায় বর্ষাকাল কার্যত দুঃস্বপ্ন। কয়েক পশলা বৃষ্টিতেই জল জমে যায়।” বাসিন্দাদের ক্ষোভ, যে এলাকার পুরো নিকাশি ব্যবস্থাই খালের উপরে নির্ভরশীল, সেখানে খাল সংস্কার নিয়ে বছরের পর বছর এত টালবাহানা কেন? বার বার কেন পিছিয়ে দেওয়া হচ্ছে খাল সংস্কারের কাজ?
রাজপুর-সোনারপুরের উপ-পুরপ্রধান এবং সোনারপুরের (উত্তর) বিধায়ক ফিরদৌসি বেগম বলেন, “এলাকার এই সমস্যার কথা আমরা সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীকে জানিয়েছি। তিনি কাজ হবে বলে আশ্বাস দিয়েছেন।” সোনারপুরের (দক্ষিণ) বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলেন, “সেচমন্ত্রী এক বার খালগুলি পরিদর্শন করে গিয়েছেন। জানিয়েছেন খাল সংস্কারের পরিকল্পনা করা হবে।” বারুইপুরের (পশ্চিম) বিধায়ক এবং রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা করার আর্জি জানাব।”
রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “এই এলাকার খালগুলি থেকে কচুরিপানা তুলে বর্ষাকালীন পরিস্থিতির মোকাবিলা করা হবে। পরে বর্ষা চলে গেলে খাল সংস্কারের বিষয়টি আমাদের বিবেচনাধীন রয়েছে।”
কিন্তু, বর্ষা যত এগিয়ে আসছে দুশ্চিন্তা তত বাড়ছে এলাকাবাসীর। তাঁদের একাংশের ক্ষোভ, খাল সংস্কারের কথা অনেক বার শোনা গিয়েছে, কাজ হয়নি। তাই এখন না আঁচালে বিশ্বাস নেই।

ছবি: সুব্রত রায়




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.