খেলা
জোর লড়াই
ড়াই চলল শেষ মুহূর্ত পর্যন্ত। শেষে বেহালা এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশনকে হারিয়ে বিবেকানন্দ চ্যালেঞ্জ ট্রফি জিতে নিল সল্টলেক স্পোর্টস অ্যাসোসিয়েশনের খুদেরা। সম্প্রতি যৌথ ভাবে ছোটদের এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বেহালা এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশন ও বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি।
অনূর্ধ্ব ১৪-দের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। প্রথম সেমিফাইনালে সোদপুরের এন ভি ডি জুনিয়র ফুটবল কোচিং ক্যাম্পকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশন। অন্য সেমিফাইনালে, বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারায় সল্টলেক স্পোর্টস অ্যাসোসিয়েশন। ফাইনালে প্রথমার্ধের ১০ মিনিটে একটি দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেয় সল্টলেক স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্ট্রাইকার মহম্মদ ইসলাম।
দ্বিতীয়ার্ধে শুরুতেই বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোল করে সল্টলেকের দলটিকে ২-০ গোলে এগিয়ে দেয় সেই ইসলাম। এর পরে আক্রমণের ধার বাড়ায় এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশন। শেষ দিকে গোল করে বেহালা এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশনের হয়ে ব্যবধান কমায় সুদীপ হালদার। মিনিট খানেক পরে আবার গোলের সুযোগ পায় তারা। কিন্তু শট বারে লেগে ফিরে আসে। ২-১ গোলে জিতে যায় সল্টলেক স্পোর্টস অ্যাসোসিয়েশন।
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মহম্মদ ইসলাম। বেলগাছিয়ার ছোট মসজিদের কাছে থাকে। বাবা গাড়ি চালায়। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় রানার্স দলের ফারদিন সর্দার। চ্যাম্পিয়ন দলের কোচ কমল গুহ বললেন, “একেবারে সাধারণ ঘরের ছেলেদের নিয়ে সল্টলেক সি এ মাঠে প্রশিক্ষণ চলে। আইএফএ-র নার্সারি লিগের প্রথম বছরে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম।”
বেহালা এয়ারপোর্ট রোড কালচারাল অ্যাসোসিয়েশনের নিজস্ব কোচিং ক্যাম্প রয়েছে। ক্লাব সচিব শুভেন্দু মণ্ডল বললেন, “নতুন ফুটবল খেলোয়াড় তুলে আনার জন্য এই আয়োজন। এখানে মেয়েদের ফুটবল প্রশিক্ষণও শুরু হবে।”

ছবি: অরুণ লোধ




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.