‘বোল্ট ফ্রম দ্য ব্লু!’
বৃহস্পতিবার রাতে এই চারটে শব্দই গোটা বিশ্বের প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ?
রোমের ‘ডায়মন্ড লিগে’ একশো মিটার দৌড়ে বিশ্বের দ্রুততম উসেইন বোল্ট চূড়ান্ত অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেন মার্কিন জাস্টিন গ্যাটলিনের কাছে। ২০১২ লন্ডন অলিম্পিকের সোনাজয়ীকে সন্তুষ্ট থাকতে হল রুপো নিয়ে!
সাম্প্রতিক কালে ট্র্যাক অ্যান্ড ফিল্ড দুনিয়ায় বারবার একটা দৃশ্যেরই অ্যাকশন রিপ্লে হয়ে চলেছে। যত বারই রেসে নামছেন তিনি, তত বারই যেন সবার চোখে ধুলো দিয়ে কার্যত ফিনিশিং লাইন পেরিয়ে দাঁড়িয়ে থাকছেন বোল্ট। এমনকী লন্ডন অলিম্পিকের মতো মঞ্চেও একশো মিটার ইভেন্টে নিজের বুক চাপড়িয়ে প্রায় অন্যদের ঠাট্টায় উড়িয়ে দৌড় শেষ করেছিলেন বোল্ট। |
গ্যাটলিনের থেকে পিছিয়ে পড়ার মুহূর্তে। |
অলিম্পিক হোক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, পোডিয়ামে একটা ছবি ফুটে উঠেছে বারবার বোল্টের সেই চেনা ভঙ্গির উচ্ছ্বাস। কিন্তু ২০১০ সালে স্টকহোমে একশো মিটার রেসে হারের পর প্রায় তিন বছরে এই প্রথম আবার হোঁচট খেলেন বোল্ট। রোমের দৌড় ভাল শুরু করলেও মাঝপথে ভুলের জন্যই সোনা জেতা হল না বলে জানালেন জামাইকান অ্যাথলিট। “হারের থেকেই অনেক কিছু শেখা যায়। জীবনে সব দৌড় জেতা যায় না,” বললেন বোল্ট। সঙ্গে তিনি যোগ করেন, “আমার আসল লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতা। সেটা করার জন্য দু’মাস খাটতে হবে।”
কিংবদন্তির সেরা বাজি অবশ্য ২০১৬ রিও-তে সোনা জিতে অলিম্পিক সোনার হ্যাটট্রিক করা। “আমার কাছে এখন রিও অলিম্পিক সবচেয়ে বড় ইভেন্ট। ওখানে ইতিহাস গড়তে হবে। নিজেকে সর্বকালের সেরা প্রমাণ করতে হলে রিও-র দৌড় জিততেই হবে।” |
ফিনিশ লাইন পেরিয়ে হতাশ বোল্ট। |
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ‘বিদ্যুৎ’কে হারিয়ে গ্যাটলিন বলছেন, “আমি খুব গর্বিত। বোল্ট লেজেন্ড। ওর সঙ্গে এক ট্র্যাকে দৌড়নো সম্মানের ব্যাপার।”
|