|
|
|
|
বহিরাগতদের মণিপুরে ঢুকতে বাধা ছাত্র মঞ্চের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
‘ইনারলাইন পারমিট’ চালুর দাবিতে গঠিত ছাত্রদের যৌথ মঞ্চ বহিরাগতদের মণিপুরে ঢুকতে দিচ্ছে না। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সে রাজ্যের প্রবেশপথে চেক-পোস্ট তৈরি করে মণিপুরের বাসিন্দা ননএমন লোকেদের ফেরত পাঠানো হচ্ছে। বহিরাগতদের বেআইনিভাবে বিতাড়নের এই ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ। এ নিয়ে তিনি ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকাল থেকেই যৌথ মঞ্চের ছাত্রনেতাদের গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ।
বহিরাগতদের আগ্রাসন থেকে মণিপুরের ‘ভূমিপুত্র’দের বাঁচাতে গত বছর থেকেই আন্দোলন চলছে। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার পর রাজ্য সরকার জানিয়ে দেয়, এ ভাবে আচমকা ইনারলাইন পারমিট চালু করা সম্ভব নয়।
রাজ্য সরকারের বক্তব্য মানতে চায়নি ছাত্রদের যৌথ মঞ্চ। তারা হুমকি দেয়, ৩০ মে-র মধ্যে ওই ব্যবস্থা চালু করা না হলে, তারাই বহিরাগতদের রুখতে রাস্তায় নামবে। এরপরই পুলিশ বিভিন্ন জেলায় হানা দিয়ে অনেক বিদেশি নাগরিককে গ্রেফতার করে।
প্রশাসনিক সূত্রের খবর, জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই বহিরাগতদের বিতাড়ন শুরু করে ছাত্রদের ওই সংগঠন। গতকাল ইম্ফল-মুখী রাস্তায় গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ জন বহিরাগতকে ফেরত পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংগঠনের প্রতিনিধিদের হঠিয়ে দেয়। দু’পক্ষে বিক্ষিপ্ত সংঘর্ষও হয়।
ওই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দেন, রাজ্যে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়া দেশদ্রোহিতার সামিল। তাতে জড়িতদের গ্রেফতার করা হবে। ইনারলাইন পারমিট চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অনুপ্রবেশ আটকাতে রাজনৈতিকভাবে একজোট হয়ে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে হবে।” |
|
|
|
|
|