টুকরো খবর
কুণালদের নিয়ে মমতার বৈঠক আজ মহাকরণে
দলের ন’জন রাজ্যসভা-সদস্যকে নিয়ে আজ, শুক্রবার মহাকরণে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কুণাল ঘোষকেও ডাকা হয়েছে। সারদা কেলেঙ্কারির পরে ওই সাংসদকে মুখ্যমন্ত্রীর আশেপাশে দেখা যায়নি। সারদা-কর্ণধার সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে বিধাননগর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। তার পর থেকে দলের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি কুণালকে। এত দিনে তাঁকে বৈঠকে ডাকলেন মমতা। সরকারি সূত্রের খবর, সাংসদদের এমপি ল্যাডের টাকা খরচের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক। লোকসভার সদস্যেরা নিজেদের কেন্দ্রেই কোটার টাকা খরচ করতে বাধ্য। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকাও খরচ হয় সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে। কিন্তু রাজ্যসভার সদস্যেরা যে-কোনও জায়গায় কোটার টাকা দিতে পারেন। সেই টাকা উন্নয়নের কাজে কী ভাবে খরচ করা হচ্ছে, তা বুঝে নিতেই বৈঠক ডেকেছেন মমতা। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটে রাজ্যসভার সদস্যদের আরও সক্রিয় ভাবে নামাতে চান মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে তিনি সেই দায়িত্বও বণ্টন করে দিতে পারেন।

পুরনো খবর:
মিড-ডে মিল কর্মীদের বিক্ষোভে লাঠি প্রতিবাদ
রাজভবনের সামনে মিড-ডে মিল প্রকল্পের মহিলা কর্মীদের উপরে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ উঠল। বিক্ষোভকারীরা জানান, লাঠির ঘায়ে তিন মহিলা অল্পবিস্তর জখম হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিতে ওই মহিলারা রাজভবনে গিয়েছিলেন। পুলিশ তাঁদের ফেরানোর চেষ্টা করা সত্ত্বেও তাঁরা রাজভবনের মূল ফটকের সামনে পৌঁছে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা রাজভবনের গেট ধরে ঝাঁকাতে শুরু করলে পুলিশ লাঠি চালায়। যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, আন্দোলনকারীরা পরে রাজভবনে স্মারকলিপি জমা দেন।
রাজভবনের সামনে বিক্ষোভ মিড-ডে মিল কর্মীদের।—নিজস্ব চিত্র
পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী সমিতির ডাকে শিয়ালদহ স্টেশনের সামনে অনশন ও অবস্থান বিক্ষোভ চলছে ৪ জুন থেকে। আগামী ৮ জুন পর্যন্ত তাঁদের অবস্থান চলার কথা। বিক্ষোভকারীদের তরফে নদিয়ার শান্তিপুরের মিড-ডে মিল কর্মী রেখা সাধুখাঁ বলেন, “এখন মাসে গড়ে ৩০০ টাকা পাই। বছরে মাত্র ১০ মাসের টাকা দেওয়া হয়। অথচ মিড-ডে মিলের রান্না ছাড়াও আমাদের স্কুলের অন্যান্য কাজ করতে হয়। তার জন্য বাড়তি টাকা পাই না।” ওই কর্মীদের মূল দাবি, বছরভর মাসে ৩৫০০ টাকা বেতন দিতে হবে। এ ছাড়াও স্থায়ী নিয়োগপত্র, চিকিৎসার খরচ, পুজোর বোনাস ইত্যাদি দাবি নিয়ে এ দিন শিয়ালদহ থেকে রাজভবনের সামনে যান বিভিন্ন জেলার কয়েক হাজার মহিলা কর্মী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.