টুকরো খবর |
আদালতে অরবিন্দ চৌহান
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
সারদা গোষ্ঠীর কর্তা সুদীপ্ত সেনের গাড়ির চালক অরবিন্দ চৌহানকে বৃহস্পতিবার হাজির করানো হয়েছিল নবদ্বীপ আদালতে। প্রতারণায় অভিযুক্ত অরবিন্দকে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত ২৫ এপ্রিল মিলন নাথ নামে এক আমানতকারী থানায় সারদা গোষ্ঠীর নবদ্বীপ শাখার দুই আধিকারিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ নবদ্বীপ মালঞ্চপাড়ার সারদার অফিস সিল করে দেয়। পরে ৯ মে দুর্গাপুরের নিউ টাউনশিপ থেকে মানস ভট্টাচার্য নামে এক ডেভলপমেন্ট অফিসারকে গ্রেফতার করা হয়। তবে অন্যতম অভিযুক্ত সারদার শাখা ম্যানেজার অপূর্বনাথ এখনও ফেরার।গত ১৪ মে ধৃত মানস ভট্টার্চাযকে সঙ্গে নিয়ে সারদার নবদ্বীপ অফিসে তল্লাশি চালিয়ে তিনটি কম্পিউটার-সহ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। নবদ্বীপের আদালতের সরকারি কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, “মানস ভট্টাচার্যকে জেরা করে অরবিন্দ চৌহানের সঙ্গে যোগসাজশের কথা জানা গিয়েছে। সেই কারণে তাকে জেরার জন্য আবেদন জানানো হয়েছিল।”
পুরনো খবর: ধৃত সারদার অফিসার, অন্য লগ্নি সংস্থার অফিসেও ভাঙচুর
|
ভুল করে লাইন বদল ট্রেনের, বিভ্রান্তি ছড়াল রানাঘাটে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
দুই কেবিন ম্যানের ভুল বোঝাবুঝিতে আপ কৃষ্ণনগর লোকাল পথ বদলে ঢুকে পড়েছিল শান্তিপুরের লাইনে। কিছুক্ষণের মধ্যেই চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে পিছনে ফিরে ঠিক পথে যাত্রা শুরু করেন। বুধবার রাতে এই কারণে নদিয়ার কালীনারায়ণপুর রেল স্টেশনে ১৫ মিনিট দেরি হয় শিয়ালদহ-কৃষ্ণনগরগামী আপ কৃষ্ণনগর লোকালের। তবে এরপর কৃষ্ণনগরে পৌছাতে আর কোনও সমস্যা হয়নি। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ আপ কৃষ্ণনগর লোকাল রানাঘাট স্টেশন ছেড়ে কালীনারায়ণপুর স্টেশনে ঢুকছিল। ট্রেনটির ডান দিকের লাইন কৃষ্ণনগরের দিকে, এবং বাঁ দিকের লাইন শান্তিপুর স্টেশনের দিকে যাচ্ছে। সাধারণ নিয়ম অনুযায়ী ট্রেনটির যাওয়ার কথা ছিল কৃষ্ণনগরের লাইনে। কিন্তু ট্রেনটি হঠাৎই বাঁ দিকে শান্তিপুরের লাইনে ঢুকে পড়ে। পরে গাড়ির চালক ভুল শুধরে ঠিক লাইনে যান। শিয়ালদহের ডিআরএম সুচিত্র দাস বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালীনারায়ণপুর এবং রানাঘাট ওই দু’টি কেবিন ম্যানের ভুল বোঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
অপহরণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
আজিমগঞ্জের এক কিশোরীকে গত ২২ মে ‘অপহরণ’ করে দিল্লির নিষিদ্ধ পল্লিতে ‘পাচার’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মেয়েটির পিরবার। তবে, তাঁরা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করেনি উদ্যোগ নেননি ‘অপহৃত’কে উদ্ধারেরও। তবে অপহরণের পরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অভিযুক্তের মধ্যে এক জন ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে জিয়াগঞ্জ থানার বাগডহরার কাছে অপহৃতার পরিবারের লোকজন বাদল মল্লিক নামের অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে পারল না কেন? আজিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শ্যামল দত্তের সাফাই, “মেয়েটি প্রেম করে পালিয়েছে। তবুও আমরা মোবাইলের টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছি।” নাবালিকা, পরিণয়ের সূত্রে বাড়ি থেকে পালালেও পরিজনেরা যখন অভিযোগ করছে, তখন পুলিশের উচিত্ ছিল অভিযুক্তদের খোঁজে তত্পর হওয়া। পুলিশের কাছে তার জবাব মেলেনি।
|
পিছোল পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
পঞ্চায়েত নির্বাচনের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বি.এ, বি.কম, এবং বি.এস.সি (অনার্স, জেনারেল ও মেজর) পার্ট ওয়ানের পরীক্ষা পিছিয়ে গেল এক মাস। আগামী ১৯ জুলাই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ১৯ অগস্ট। এর আগে ৯ জুন থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “নির্বাচনের সময়ে অধিকাংশ কলেজকে ব্যবহার করা হয়। বেশ কয়েকটি কলেজে পুলিশ-সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়।” বিমলেন্দুবাবু বলেন, “আগামী ১৩ জুলাই পঞ্চায়েতের ভোটের গণনা হবে। তাই হাতে আরও ৬ দিন নিয়ে ১৯ জুলাই থেকে পরীক্ষা শুরু করা হবে।”
|
যুবক খুন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রতিবেশী যুবকের ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃত বিপুল প্রামাণিক (৩৪) কৃষ্ণনগরের শিমূলতলার অরবিন্দনগরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হঠাত্ই বিন্দা দাস নামে ওই পড়শি বিপুলের পেটে ছুরি চালিয়ে দেয়। বিপুলকে প্রথমে শান্তিপুর জেলা হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁ মৃত্যু হয়। বিপুলের পরিবার বিন্দার নামে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
অস্বাভাবিক মৃত্যু |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। মৃত সান্ত্বনা দলুই (২০) বড়ঞা থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা। বুধবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে চিকিত্সা চলাকালীন তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। |
|