|
|
|
|
মাওবাদী স্কোয়াড সদস্য প্রার্থী তৃণমূলের |
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র, খুন, অস্ত্র ও লুঠের একাধিক মামলায় অভিযুক্ত হয়ে তিনি বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে প্রশিক্ষণ নেওয়া মাওবাদী অ্যাকশন স্কোয়াডের সদস্য এবং নদিয়া-মুর্শিদাবাদের প্রাক্তন এরিয়া কম্যান্ডার, সাজিজুল হক শাহ ওরফে মিঠু শাসক দল তৃণমূলের হয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশি ঘেরাটোপে নদিয়ার করিমপুর ২ ব্লক অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি। পুলিশ সূত্রে খবর, ফাজিলনগরের বাসিন্দা সাজিজুল জানিয়েছেন যে, ভুল বুঝতে পেরে ২০০৯ সাল থেকেই সুস্থ জীবনে ফিরতে চেয়েছিলেন।
|
—নিজস্ব চিত্র |
সেই মতো পুলিশের কাছে আত্মসমর্পণও করেন। কিন্তু সিপিএম তাঁকে একের পর এক মিথ্যে মামলায় ফাঁসায়। তৃণমূল ক্ষমতায় আসার পরে তিনি শাসকদলের দিকে ঘেঁষতে শুরু করেন। সাজিজুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই এমন সিদ্ধান্ত।” তৃণমূলের হয়ে সাজিজুলের মনোনয়ন জমা দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর সিংহ বলেন, “মুখ্যমন্ত্রী মুখে যাই বলুন তিনি যে মাওবাদীদের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলেন এ ঘটনা তারই প্রমাণ।” সিপিএমের জেলা কমিটির সম্পাদক সুমিত দেও বলেন, “পাঁচ বছর ধরে আমরা তো সমানে বলে আসছি যে মাওবাদীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে।” যদিও সাজিজুলের এই মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত’র মন্তব্য, “তৃণমূলের হয়ে যে কেউই মনোনয়নপত্র জমা দিতে পারেন। আমরা যখন সেই প্রার্থীকে দলের প্রতীক চিহ্ন দেব তখনই এই বিষয়ে যা বলার বলব।” |
|
|
|
|
|