টুকরো খবর |
ধৃত লগ্নি সংস্থার কর্মী
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রতারণার অভিযোগে এক অর্থলগ্নি সংস্থার কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ভাস্কর গোস্বামী ‘এটিএম গ্রুপ’-এর খড়্গপুর ইন্দা শাখায় কাজ করতেন। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতকে ১০ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়। খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাসের বক্তব্য, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।” মণীশ শর্মা নামে এক ব্যক্তি বুধবার রাতে খড়্গপুর টাউন থানায় অভিযোগ করেন, তিনি এটিএম সংস্থার ইন্দা শাখায় টাকা রেখে প্রতারিত হয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে ওই অফিস বন্ধ। বুধবার রাতেই গ্রেফতার করা হয় ভাস্করকে। এই যুবকই এটিএম সংস্থার খড়্গপুরের ইন্দা শাখা দেখভাল করতেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে জেরা করে সংস্থার কাজকর্ম কী ভাবে চলত, গ্রাহকদের কাছ থেকে এই শাখা কত টাকা সংগ্রহ করেছিল, সেই সবই জানার চেষ্টা করবে পুলিশ।
|
নাবালিকার মৃত্যুতে গ্রেফতার আরও দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নাবালিকার অপমৃত্যুর ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সন্তোষ নায়েক এবং ভাগ্য দাসকে বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। ক’দিন আগেই এই ঘটনায় বি গণেশ নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। গণেশ এখন পুলিশ হেফাজতে। ৭ জুন ফের তাঁকে আদালতে হাজির করা হবে। গত শুক্রবার সকালে খড়্গপুরের বোগদায় রেল কলোনি থেকে এক নাবালিকা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বছর এগারোর ওই নাবালিকাকে খুন করা হয়েছে। কিন্তু, কেন এমন ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
|
ছত্রধরের আহ্বান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি-সহ নানা দাবিতে ১৫ জুন মেদিনীপুর রবীন্দ্র নিলয়ে কনভেশন করবে এপিডিআর। থাকার কথা সুনন্দ স্যানাল, সুজাত ভদ্রের। এই কনভেনশন সফল করার আহ্বান জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন জেলবন্দি জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ওই দিন জেলেও ১২ ঘন্টার অনশন হবে। |
ধর্ষণ, ১০ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আদিবাসী বধূকে ধর্ষণের অভিযোগে দু’জনের ১০ বছর সশ্রম কারাদণ্ড হল। বৃহস্পতিবার মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কমল দে এই সাজা শোনান আসগর মল্লিক এবং মোক্তার গায়েনকে। ২০০৫ সালের ৩১ অক্টোবর গড়বেতার উপরজবা গ্রামে বাড়িতে ঢুকে ধর্ষণ করা হয় ওই বধূকে। তাঁর স্বামীকে বেঁধে রেখেই চলে অত্যাচার। পরদিন অভিযোগ দায়ের হয়।
|
বৈঠক মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক’দিন আগেই ছত্তীসগঢ়ে বড়সড় মাওবাদী হামলা হয়েছে। সামনে আবার পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে মেদিনীপুরে পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠক হল বৃহস্পতিবার। ছয় জেলার পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন ডিজি (আইবি ) জি এমপি রেড্ডি। |
|