চার দিকে ফ্ল্যাশের ঝলকানি। তার মধ্যে এক এক করে এগিয়ে আসছেন বিকিনি পরিহিতা নির্মেদ সুন্দরীরা। প্রতি বছর মিস ওয়র্ল্ড প্রতিযোগিতায় যে ছবিটা খুব চেনা।
এ বার কিন্তু সে দৃশ্যসুখ থেকে বঞ্চিত হতে চলেছেন দর্শকরা। সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজন করা হয়েছে এই সৌন্দর্য প্রতিযোগিতার। গোল বেধেছে তাতেই। এ বারের প্রতিযোগিতায় বাদ পড়েছে বিকিনি রাউন্ড। উল্টে স্লিম বা সাইজ জিরো মডেলরা ঢাকা পড়বেন সারঙের মতো পোশাকে। যাতে তাঁদের আকর্ষণীয় চেহারা চট করে বোঝা না যায়। আয়োজকদের বক্তব্য, তাঁরা ইসলামি ভাবাবেগে আঘাত করতে চান না।
|
অথচ এই বালিতেই প্রতি বছর ভিড় জমান অসংখ্য বিদেশি পর্যটক। যাঁদের মধ্যে অনেকেই সমুদ্র সৈকতে বিকিনি পরে নির্দ্বিধায় ঘুরে বেড়ান। তা হলে বিকিনি-রাউন্ড বাদ দেওয়া হচ্ছে কেন?
আয়োজকরা এর সন্তোষজনক উত্তর দিতে পারেননি। শুধু বলছেন, তাঁরা চান, নির্বিঘ্নে প্রতিযোগিতা হোক। তাই ধর্মগুরুদের চোখরাঙানি উপেক্ষা করতে
পারছেন না তাঁরা। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চেয়ারউইমেন জুলিয়া মর্লে বলছেন, “কাউকে আঘাত করতে চাই না। সব দেশের প্রতি আমার সম্মান রয়েছে। আমাদেরও অপমান হোক, চাই না।” গত বছরই ইন্দোনেশিয়ায় শো বাতিল করতে বাধ্য হয়েছিলেন লেডি গাগা। তাঁর ‘অদ্ভুত’ পোশাকের জন্য কট্টরপন্থীরা হুমকি দিয়েছিলেন অনুষ্ঠানস্থলে আগুন লাগানো হবে। যথেষ্ট ঢেকে মঞ্চে আসার নির্দেশ দেওয়া হয়েছিল বেয়ন্সের মতো গায়িকাকেও। |