জ্যাকসন কন্যা সেরে উঠছে
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
আপাতত সুস্থ আছে প্যারিস জ্যাকসন। বুধবার হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল মাইকেল জ্যাকসন-কন্যা। সেই সঙ্গেই সে খেয়েছিল ব্যথা কমানোর প্রায় ২০টি ট্যাবলেট। লিখেছিল একটি সুইসাইড নোটও। তবে শিরা কাটার আগেই স্থানীয় ‘সুইসাইড হটলাইন’-এ ফোন করেছিল ১৫ বছরের প্যারিস। সেখান থেকেই খবর যায় আপৎকালীন নম্বর ৯১১-এ। দ্রুত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে প্যারিস। জ্যাকসন পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, প্যারিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিল প্যারিস। গত কয়েক মাস ধরে তা আরও তীব্র হয়েছিল। ওই মুখপাত্রের কথায়, “কিছু দিন ধরেই প্যারিস মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছিল। সব সময় বাবার কথা ভাবত। ওর গোটা জগৎটাই ওর বাবাকে ঘিরে ছিল। ও মনে করে, ও ভীষণ একা। ওকে আর কেউ ভালবাসে না।”
|
নজরদারি ফোনে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
কোর্টের গোপন নির্দেশে সব মার্কিন নাগরিকের টেলিফোন রেকর্ডে নজরদারি চালাচ্ছে আমেরিকা একটি ব্রিটিশ দৈনিকে খবরটি প্রকাশিত হয়েছিল। হোয়াইট হাউস সেই নির্দেশের সমর্থনে বলেছে, জঙ্গি-হামলা থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ। এই সূত্রে আমেরিকার সব চেয়ে বড় একটি টেলিযোগাযোগ সংস্থাকে বলা হয়েছে, আমেরিকার ভিতরে এবং বাইরে দৈনিক যত ফোন কল করা হচ্ছে তার সব তথ্য জাতীয় নিরাপত্তা সংস্থাকে দিতে হবে। |