টুকরো খবর
ভাল কলেজে পড়ার স্বপ্নে বাধা অভাব
বাবা খেতমজুর। ছ’জনের সংসারে ভাত জোটানোটাই একমাত্র চিন্তা তাঁর। কিন্তু এই অভাব-অনটন আটকে রাখতে পারেনি বনকাটি পঞ্চায়েতের শুভম পাতরকে। এ বছর উচ্চ মাধ্যমিকে দুর্গাপুর শিল্পাঞ্চলে সেরা ফল করেছে সে। কাঁকসা উচ্চবিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র শুভম উচ্চ মাধ্যমিকে পেয়েছে ৪৫৬। ছেলের ফল বেরোনোর পরে
শুভম পাতর।
—নিজস্ব চিত্র।
শুভমের বাবা বনমালীবাবু চোখে একইসঙ্গে খুশি আর চিন্তা। ছেলের উচ্চ শিক্ষার খরচ কোথা থেকে জোগাড় হবে সেটাই বড় প্রশ্ন তাঁর। ছোট থেকেই শুভম লেখাপড়ায় ভাল। প্রাথমিক স্কুলে পড়ার সময়ে শিক্ষক রামপ্রসাদ মুখোপাধ্যায়ের নজরে পড়ে যায় সে। তার পর থেকে নিজের কাছে রেখে শুভমের পড়াশোনার খরচ জোগাচ্ছেন তিনিই।মাধ্যমিকেও ভাল ফল করেছিল সে। কোনও গৃহশিক্ষকই তার কাছ থেকে বেতন নিতেন না বলে জানায় শুভম। ইংরেজি সাহিত্য নিয়ে বেলুড় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পড়ার ইচ্ছা শিবরাম চক্রবর্তী আর নজরুল ইসলামের ভক্ত শুভমের। কিন্তু তার ইচ্ছার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা। শুভমের কথায়, “আমার তো আরও পড়াশোনা করার খুবই ইচ্ছা। কিন্তু জানি না, খরচ জোগাবো কী ভাবে! কেউ এগিয়ে এলেই হয়তো আমার স্বপ্ন সফল হবে।” বড় হয়ে শুভম শিক্ষক হতে চায়। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় সে।

নিরাপত্তা চেয়ে বিক্ষোভ বামফ্রন্টের
পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার আসানসোল জেলা গ্রন্থাগারের সামনে অবস্থান বিক্ষোভ করল বামেরা। যোগ দেন আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। তিন ঘণ্টা বিক্ষোভ চলে। এ দিন বামেদের একটি দল মহকুমাশাসক অমিতাভ দাসের সঙ্গে দেখা করে ব্যবস্থার আবেদন জানান। বংশগোপালবাবু অভিযোগ করেন, রানিগঞ্জ ও বারাবনিতে সব চেয়ে বেশি সন্ত্রাস চলছে। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের নিয়ে আসছে তৃণমূল। সিপিএমের দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তৃণমূল বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কার্যকরী সভাপতি ভি শিবদাসন অবশ্য অভিযোগ উড়িয়ে বলেন, “হাওড়ার ভোটের ফলাফলে সিপিএম বুঝতে পেরেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে হালে পানি নেই। পায়ের তলার মাটি আলগা হচ্ছে বুঝতে পেরে মিথ্যা অভিযোগ তুলে সিপিএম লড়াই করতে চাইছে না।

বিচারকের ল্যাপটপ চুরিতে গ্রেফতার দুই
বিচারকের ল্যাপটপ চুরির অভিযোগে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বুধবার দুই দুষ্কৃতীকে ধরল। পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ আব্বাস ওরফে সাবির ও মহম্মদ সাজ্জাদ। বাড়ি আসানসোলের রেলপাড় এলাকায়। কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশকুমার চাডিয়া জানান, ২৮ এপ্রিল আসানসোল আদালতের এসিজেএম বিচারক অনিরুদ্ধ মাইতির বাড়ি থেকে একটি ল্যাপটপ ও কিছু সরকারি সম্পত্তি চুরি যায়। থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্তে নামে। উদ্ধার হয়েছে ল্যাপটপ ও মোবাইল।

বদ্ধ ঘরে বধূর দেহ
বন্ধ ঘর থেকে এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার শিবপুর কোলিয়ারির খনিকর্মী আবাসনে। পুলিশ জানায়, মৃতার নাম যশোদা ভুঁইয়া (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসন থেকে দুর্গন্ধ পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাসিন্দারা দরজা ভেঙে ঢুকে দেখেন, যশোদাদেবীর পচাগলা দেহ পড়ে রয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, মৃতার স্বামী, শিবপুর কোলিয়ারির কর্মী শীতল ভুঁইয়া বাড়িতে ছিলেন না। পরে তাঁকে জেরা করার জন্য আটক করে পুলিশ।

রানিগঞ্জে চুরি
ছাদের সিঁড়ি বেয়ে ঢুকে টাকা-সহ বেশ কিছু জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রানিগঞ্জের রামবাগানের ঘটনা। গৃহকর্তা বিজয়বাহাদুরের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে উঠে দেখেন জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে। আলমারিতে রাখা নগদ টাকা এবং বেশকিছু সামগ্রী উধাও। রানিগঞ্জ পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

জেল -হাজতে নাগেল
সারদা গোষ্ঠীর ডিরেক্টর মনোজ নাগেলকে ১৪ দিন জেল -হাজতে রাখার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। প্রতারণা -সহ নানা মামলায় অভিযুক্ত মনোজবাবু ১৫ মে থেকে দুর্গাপুরে পুলিশ হেফাজতে ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.