|
|
|
|
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ |
কাজের সুবিধায় দফতর খুলবে মেদিনীপুরেও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোড়া থেকেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মূল কার্যালয় রয়েছে বাঁকুড়ায়। সেখান থেকেই যাবতীয় কাজ হয়। ফলে মাঝে মধ্যে নানা সমস্যাও হয়। পরিস্থিতি খতিয়ে দেখে দফতরের এলাকাভুক্ত ৫টি জেলার সদরে একটি করে আঞ্চলিক অফিস চালু করার উদ্যোগ শুরু হয়েছে। আলোচনাও অনেকটা এগিয়েছে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, মেদিনীপুরে কালেক্টরেট চত্বরেই এই অফিস তৈরি হবে। ব্যয় হবে প্রায় ৪১ লক্ষ ৯৯ হাজার টাকা। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদন জানিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের সচিবের কাছে চিঠিও পৌঁছেছে। অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে।
পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদার বক্তব্য, “কাজের সুবিধের কথা ভেবেই জেলা সদরে এরিয়া অফিস চালুর উদ্যোগ।” জেলা প্রশাসনও মনে করছে, উদ্যোগ বাস্তবায়িত হলে সকলেরই সুবিধে হবে। সাধারণ মানুষও যেমন জেলা সদরের দফতরে এসে তাঁদের প্রয়োজনীয় কথা জানাতে পারবেন, তেমন আধিকারিকদেরও আর সামান্য কাজের জন্য বাঁকুড়া যেতে হবে না। এখন কালেক্টরেট চত্বরে পর্ষদের একটি অস্থায়ী অফিস রয়েছে। যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বসেন।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমান রাজ্যের পশ্চিমাঞ্চলের এই ৫ জেলার ‘পিছিয়ে পড়া’ ৭৪টি ব্লক এলাকায় উন্নয়নমূলক কাজকর্মের জন্যই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ গঠিত হয়। তা চালু হয় ২০০৬ সালে। গোড়া থেকেই পর্ষদের মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ। রাজ্যে পালাবদলের পর মন্ত্রী হন সুকুমার হাঁসদা। ‘পিছিয়ে পড়া’ এলাকার উন্নয়নের জন্য নানা কাজ করে এই পর্ষদ। যেমন, পানীয় জলের বন্দোবস্ত করা, রাস্তা তৈরি করা, সেচ ব্যবস্থার সম্প্রসারণে পদক্ষেপ করা, হস্টেল তৈরি করা প্রভৃতি। অনেক সময় অর্থ পড়ে থাকলেও কাজ সে ভাবে এগোয় না বলে অভিযোগ। এ ক্ষেত্রে দফতরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব সামনে আসে। বরাদ্দ অর্থে যে সব প্রকল্পের কাজ হওয়ার কথা, সেগুলোর কোনটা মাঝপথে থেমে যায়, কোনটার গতি শ্লথ হয়ে পড়ে, কোনটা আবার শুরুর হয় না। জঙ্গলমহল এলাকার ব্লকগুলোতেও এই সমস্যা রয়েছে।
জেলা প্রশাসনের আশা, জেলা সদরে আঞ্চলিক অফিস চালু হলে পর্ষদের কাজের গতি আরও বাড়বে। কারণ, জেলা থেকে ব্লকে নজরদারি চালানো আরও সহজ হবে। জানা গিয়েছে, শুধু মেদিনীপুরে নয়, ঝাড়গ্রামেও পর্ষদের একটি ‘এরিয়া অফিস’ চালু করার চেষ্টা চলছে।
কারণ, পশ্চিম মেদিনীপুরের যে ১৮ টি ব্লক পর্ষদের আওতাভুক্ত, তার মধ্যে ঝাড়গ্রাম মহকুমাতেই রয়েছে ৮টি ব্লক। বাকিগুলোর মধ্যে মেদিনীপুর মহকুমায় ৬টি ব্লক এবং খড়্গপুর মহকুমায় ৪টি ব্লক রয়েছে। |
|
|
|
|
|