মারের ভয়ে পালিয়ে পরে উদ্ধার বালিকা
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
গৃহকর্ত্রীর মারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া কিশোরী পরিচারিকাকে স্টেশন থেকে উদ্ধার করলেন রেল কর্মীরা। সোমবার সন্ধ্যায় হলদিবাড়ি স্টেশনে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ১১ বছর বয়সী কিশোরীর নাম সুজাতা দাস। বাড়ি শিলিগুড়ির হায়দরপাড়ায়। কিশোরী পুলিশকে জানিয়েছে, তার বাড়ির লোকজন তাকে জলপাইমোড় এলাকার শীতলাপাড়ায় একটি বাড়িতে পরিচারিকার কাজে নিয়োগ করেন। সেখানে এক গৃহকর্ত্রী তাকে জিনিসপত্র ছুড়ে মারতেন বলে তার অভিযোগ। সে জন্য সে পালিয়ে সোজা এনজেপি স্টেশন থেকে ট্রেন চড়ে। হলদিবাড়ি প্যাসেঞ্জারে ওঠার পরে স্টেশনে নেমে এক রেলকর্মীর কাছে জল খেতে চায় সে। সন্দেহ হওয়ায় সহকর্মীদের সঙ্গে কথা বলে কিশোরীকে রেলপুলিশের হাতে তুলে দেন তিনি। মঙ্গলবার হলদিবাড়ি চাইল্ড লাইন সদস্যরা তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেন। হলদিবাড়ি চাইল্ড লাইনের প্রকল্প আধিকারিক গৌতম ভট্টাচার্য বলেন, “মেয়েটি যা বলেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনানুগ ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
|
শংসাপত্র মেলেনি, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
পঞ্চায়েত নির্বাচনেন দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু তফশিলি জাতি ও উপজাতি শংসাপত্র না মেলায় মঙ্গলবার মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তাঁর অভিযোগ, গোয়ালপোখরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ মিলিয়ে ২০৮টি আসন রয়েছে। তার মধ্যে ১০৪টি আসন তফশিলি জাতি ও উপজাতি এবং সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। প্রায় তিন মাস আগে কংগ্রেসের তরফে শংসাপত্রের জন্য আবেদন করা হয়। কিন্তু তা না মেলায় সম্ভাব্য প্রার্থীরা সমস্যায় পড়ছেন। বিধায়কের কথায়, “শংসাপত্র না পেলে অনেকে প্রার্থী হতে পারবেন না।” ইসলামপুরের মহকুমা শাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
অস্ত্র-সহ তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের নেতার ছেলেকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ঘটে বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায়। ধৃতের নাম বিপ্রতীপ দে। তিনি তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক বলে পরিচিত। ধৃতের বাবা বিলাস দে তৃণমূল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন জেলা সম্পাদক। তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি অতনু রায় বলেন, “বিপ্রতীপ এক সময় কলেজ ভোটে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন ওঁর সঙ্গে সংগঠনের সম্পর্ক নেই। কী হয়েছে আমি জানি না।”
|
বিক্ষোভ-আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
আবেদনকারী পড়ুয়াদের অনলাইনের পাশাপাশি সাধারণ পদ্ধতিতে স্নাতক স্তরে ফর্ম পূরণের ব্যবস্থা চালু রাখার দাবিতে আন্দোলনে ছাত্র পরিষদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ইউনিট। মঙ্গলবার কমিটির সদস্যরা রায়গঞ্জের মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে ওই দাবি জানানো হয়েছে। সংগঠনের তরফে কলেজ চত্বরেও বিক্ষোভ দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে এ দাবি জানানো হয়। পুরানো নিয়মে কলেজ থেকে আরও ফর্ম দেওয়া হচ্ছে না।
|
টাকা না মেটানোয় কোচবিহারে একটি অর্থলগ্নি সংস্থার অফিসে ভাঙচুর করলেন আমনতকারী ও এজেন্টদের একাংশ। মঙ্গলবার শহরের এনএনরোড এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযোগ, সংস্থাটি তিন মাস ধরে আমানতকারীর টাকা দিতে গড়িমসি করছে। কয়েক জন কর্তার নামে পুলিশে জানানো হয়। তার পেই বিক্ষোভকারীরা সংস্থার অফিসে এসে তাণ্ডব শুরু করলে উত্তেজনা ছড়ায়। |