সহায়তা ক্যাম্প ঘিরে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআইয়ের সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজে। মঙ্গলবার দুই দফায় ওই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সংঘর্ষে তৃণমূল ছাত্র পরিষদের দু’জন ও এসএফআইয়ের কলেজের প্রাক্তন ছাত্র সংসদ সম্পাদক-সহ চার আহত হন। সংঘর্ষ ঠেকাতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশকর্মী জখম হন। সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে ছাত্র সংগঠনের পথ অবরোধে উত্তপ্ত হয় হরিরামপুর। সেখানেও পুলিশের সামনে তৃণমূল ছাত্র কর্মীরা এসএফআই কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গঙ্গারামপুরের এসডিপিও স্বপন মুখোপাধ্যায় বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই তরফেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।”
এসএফআইয়ের জেলা সভাপতি শুভজিৎ দাসের অভিযোগ, “ছাত্রছাত্রীদের ভর্তিতে সহায়তার জন্য কলেজের সামনে অস্থায়ী ক্যাম্প করা হয়। তৃণমূল ছাত্রপরিষদ কর্মীরা সেখানে হামলা চালিয়ে টেবিল চেয়ার ভেঙে দেয়। কর্মীদের মারধর করা হয়। প্রতিবাদে আমরা পথ অবরোধ করি। পুলিশের সামনে ফের হামলা করে ৪ জনকে মারধর করা হয়।”
অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, “সহায়তার নামে এসএফআই কর্মীরা তাঁবু খাটিয়ে রাজনীতি শুরু করেন। ছাত্রছাত্রীদের জোর করে সদস্য পদের ফর্মে সই করাচ্ছিল। আমাদের দু’জন প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। এখন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।” তবে জোর করে সদস্যপদ করানোর বিষয়টি এসএফআই নেতা অস্বীকার করেছেন। |