উগাণ্ডায় আচমকা অসুস্থ হয়ে পড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী সরল দেবকে এয়ার অ্যাম্বুল্যান্স-এ কলকাতায় উড়িয়ে আনতে খরচ ৭২ লক্ষ টাকা!
ফরওয়ার্ড ব্লকের এই বিক্ষুব্ধ নেতা উগাণ্ডায় এক বন্ধুর কাছে বেড়াতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ৭৯ বছরের সরলবাবু এখন কাম্পালার একটি হাসপাতালে আইসিসিইউ-এ ভর্তি। তাঁর চিকিৎসক পুত্র স্বরাজ বাবাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ফিরিয়ে আনতে চান। কিন্তু খরচ শুনে চমকে উঠেছেন।
এয়ার অ্যাম্বুল্যান্স এমন একটি বিমান, যার ভিতরে অক্সিজেন থেকে ভেন্টিলেটার সমস্ত সুবিধা থাকে। সেই বিমান ভাড়া দেয় দিল্লির যে সংস্থা, তার প্রতিনিধি সঞ্জয় মিশ্র জানিয়েছেন, উগাণ্ডা থেকে সরলবাবুকে কলকাতায় আনার জন্য ৭২ লক্ষ টাকা লাগবে। সঙ্গে পরিষেবা কর। সরলবাবুর ছেলে বলেন, “এত টাকা দেওয়া অসম্ভব।” সঞ্জয়বাবু পরে জানান, ওই একই কাজ জার্মানির একটি এয়ার অ্যাম্বুল্যান্স ৬০ লক্ষ টাকায় করে দেবে বলেছে। অর্থাৎ বিদেশ থেকে সস্তায় ভাড়া পাওয়া যায় এয়ার অ্যাম্বুল্যান্স। অন্য দিকে যাত্রীবাহী বিমানে সরলবাবুকে চিকিৎসক-সহ স্ট্রেচারে করে নিয়ে আসার খরচ লাখ দশেক টাকা।
এ তো না হয় অন্য মহাদেশ থেকে রোগী আনার সমস্যা। কিন্তু, আমাদের নিজেদের শহরেই সে অর্থে কোনও এয়ার অ্যাম্বুল্যান্স নেই। |
অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাতায়াত করার জন্য এই মূহূর্তে কলকাতায় দু’টি বিমান ভাড়া পাওয়া যায়। কিন্তু, সেগুলো আদৌ এয়ার অ্যাম্বুল্যান্স নয়। কারণ, এয়ার অ্যাম্বুল্যান্স-এর সুযোগ-সুবিধা এই দুই বিমানে নেই। ১৮ আসনের একটি বিমান ক’দিন আগে পর্যন্ত কলকাতা-কোচবিহার রুটে উড়েছে। অন্যটি আরও ছোট। তবুও যে সংস্থা বিমান দু’টি ভাড়া দেয়, তাদের কর্তা সমিত বিশ্বাস জানান, “সম্প্রতি অসুস্থ এক জনকে আমাদের বিমানেই পৌঁছে দেওয়া হয়েছে চেন্নাই। গুয়াহাটি থেকে এক জনকে আনা হয়েছে হায়দরাবাদে।”
কলকাতা, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে এয়ার অ্যাম্বুল্যান্স-এর চাহিদা বাড়ছে। কলকাতায় ডেকানের কাছে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি এ রকম অনুরোধ আসে। সম্প্রতি কলকাতা থেকে এক অসুস্থ মহিলাকে জামশেদপুরে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে ডেকানের এয়ার অ্যাম্বুল্যান্স উড়িয়ে আনতে হয়। ডেকানের এক কর্তার কথায়, “কলকাতায় এয়ার-অ্যাম্বুল্যান্স রাখতে পারলে ভাল হয়। কারণ, ইম্ফলের কোনও অসুস্থ ব্যক্তিকে দিল্লি থেকে বিমান পাঠিয়ে কলকাতায় আনতে ১০ ঘণ্টার ভাড়া গুণতে হয়। কলকাতায় বিমান থাকলে তিন ঘণ্টার ভাড়া দিলেই চলতো।” কিন্তু নিয়মিত ভাড়া মিলবে কি না, সংশয়ে কলকাতায় এয়ার অ্যাম্বুল্যান্স রাখতে ভরসা পাচ্ছেন না কেউই।
ডেকান সংস্থার দিল্লিতে একটি এয়ার অ্যাম্বুল্যান্স রয়েছে, যার ভাড়া ঘণ্টায় ৭৫ হাজার টাকা। সঙ্গে ১২% পরিষেবা কর, চিকিৎসক ও অন্য কর্মীদের খরচ। কিন্তু সরলবাবুর তা কাজে লাগবে না। কারণ আরব সাগর পাড়ি দেওয়ার ক্ষমতা নেই প্রপেলার চালিত সেই বিমানের। শুধু জেট ইঞ্জিন-চালিত এয়ার অ্যাম্বুল্যান্সই যেতে পারে উগাণ্ডায়, যার ভাড়া ঘণ্টায় সওয়া দু’লক্ষ টাকা। দেশে মাত্র একটিই এমন অ্যাম্বুল্যান্স রয়েছে। এক ডেকান কর্তা জানান, দেশের ভিতরে এমনকী বাংলাদেশ, ভুটান, নেপালেও তাঁদের প্রপেলার চালিত এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার হয়। কিন্তু দূর দেশে তাঁরা পাড়ি দেন না।
|