চতুর্থ মহানন্দা সেতু সংযোজক রাস্তা চওড়া করতে ব্যবসায়ীদের জায়গা ছাড়তে হবে। ওই কারণে শিলিগুড়ির টিউমলপাড়া রোডের ধারে থাকা দোকান সরিয়ে জায়গা ছাড়তে ক্ষতিপূরণ দেওয়া হল ব্যবসায়ী-বসিন্দাদের। মঙ্গলবার বিকালে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে অন্তত ৫০ জন ব্যবসায়ী বাসিন্দার হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “বাসিন্দাদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। ক্ষমতায় আছি বলে বুল্ডজার চালিয়ে কাউকে উচ্ছেদ করতে আমরা চাই না। যাঁরা জায়গা ছাড়ছেন সকলেই আমরা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। শহরে যাতায়াতের ক্ষেত্রে অবিষ্যতে চতুর্থ মহানন্দা সেতু সংযোজক ওই রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।” তিনি বাসন্দাদের অনুরোধ করেন ক্ষতিপূরণের টাকা পাওয়ার পর তারা যেন দ্রুত জায়গা ছেড়ে দেন। তাতে রাস্তার দ্রুততার সঙ্গে শেষ করে সেতুটি চালু করা হবে। সব মিলিয়ে সেতু সংযোজক রাস্তা চওড়ার কাজে বাসিন্দাদের ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসজেডিএ।
এ দিন ক্ষতিপূরণের চেক বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাজল চন্দ, এসজেডিএ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শরৎ দ্বিবেদী-সহ অন্যান্য আধিকারিকরা। এসজেডিএ সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে টিউমলপাড়া রোডের ধারে থাকা ১০৮ জন ব্যবসায়ী বাসিন্দাকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। দোকানের সামনের অংশ কতটা চওড়া তা হিসাব করে প্রতি ফুটের জন্য ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। যে সব দোকানের পুরো পরিকাঠামো সরানোর প্রয়োজন নেই তাদের তাদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। পাট্টার জমি যাদের রয়েছে তাঁরা যতটা জায়গা ছাড়বেন কাঠা প্রতি ২লক্ষ ১০ হাজার টাকা হিসাবে ছেড়ে দেওয়া অংশের জন্য তারা ক্ষতিপূরণ পাবেন। |